পরিবর্তন আসছে ফেসবুক মেসেঞ্জারে

পরিবর্তন আসছে ফেসবুক মেসেঞ্জারে

  • বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক 

ব্যাপক পরিবর্তন নিয়ে আসছে ফেসবুক মেসেঞ্জারে। সিক্রেট চ্যাট নামে নতুন একটি অপশন চালু করতে যাচ্ছে মেসেঞ্জার। তবে সিক্রেট চ্যাট অপশনটি ঠিক কীভাবে কাজ করবে -তা পরিষ্কার করে বলেনি ফেসবুক কর্তৃপক্ষ। সংবাদ : দ্য ইন্ডিপেন্ডেন্ট।

প্রযুক্তিবিদদের ধারণা, এই অপশনটি বিশেষ ব্যক্তিদের মধ্যেই এনক্রিপ্ট করা থাকবে যা অন্য কোনো মাধ্যমে দেখা যাবে না।

টেলিগ্রাম জানিয়েছে, ব্যক্তি থেকে ব্যক্তি এনক্রিপ্ট করাই হবে সিক্রেট এর কাজ। এর কোনো তথ্য ফেসবুক সার্ভারেও পাওয়া যাবে না। এই চ্যাটির বার্তাগলো ফরওয়ার্ড করা যাবে না।

ফেসবুক জানিয়েছে, মেসেঞ্জারকে খুচরা বিক্রয় কেন্দ্র বানানো হবে এই অপশনের মাধ্যমে। সিক্রেট চ্যাট অপশনটি বুট স্টোর সাইটের সঙ্গে লিঙ্ক করা থাকবে। বুট স্টোর সাইটটি একটি ক্রয়-বিক্রয়ের সাইট। যেখানে রোবট ক্রয়-বিক্রয়ে সহায়তা করে থাকে। favicon59

Sharing is caring!

Leave a Comment