ফেসবুকের ইনবক্স থেকে সাবধান

ফেসবুকের ইনবক্স থেকে সাবধান

  • বিজ্ঞান-পযুক্তি ডেস্ক 

ফেসবুকের ইনবক্সে একটি ভিডিও লিংক পাঠাচ্ছে হ্যাকাররা। যা আসলে একটি ভাইরাস। এই লিংকে ক্লিক করলেই হ্যাক হয়ে যেতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট। তাই এই ভিডিও লিংক থেকে সাবধান থাকুন।

এই ভাইরাস ভিডিওটিতে আপানর প্রোফাইলের ছবি ব্যবহার করা হচ্ছে এবং তার নীচে লেখা থাকে My First Video। যা দেখে প্রথমে আপনি ভাবতে পারেন এটি আপনাকে নিয়ে বানানো কোনো ভিডিও। কিন্তু এই ফাঁদে পা দিলেই আপনার ফেসবুক অ্যাকাউন্টে এন্ট্রি পেয়ে যাবে ভাইরাসটি। আর তখনি আপনার সব তথ্য পাচার হয়ে যেতে পারে হ্যাকারদের কাছে।

আপনার ভুলের জন্য বিপদে পড়তে পারেন আপনার বন্ধুরাও। কারণ My First Video লিংকটিতে ক্লিক করলেই আপনার সব বন্ধুদের ইনবক্সে এটি ম্যাসেজ হয়ে চলে যাবে। তা্ই ফেসবুক ব্যবহারকারীরা  My First Video ভাইরাস লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন। favicon59

Sharing is caring!

Leave a Comment