উইন্ডোজ ১০ এর জন্য নতুন অ্যাপ

উইন্ডোজ ১০ এর জন্য নতুন অ্যাপ

  • বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক 

উইন্ডোজ ১০ কে জনপ্রিয় করার জন্য চেষ্টা অব্যহত রেখেছে মাইক্রোসফট। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার উইন্ডোজ ১০-এর উপযোগী ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। সংবাদ : এএফপি।

এ ব্যাপারে একটি ব্লগ লিখেছেন মাইক্রোসফটের প্রোডাক্ট ম্যানেজার ডেভিস ফিল্ডস। তিনি নিজের ব্লগে জানিয়েছেন, ‘আমাদের অসংখ্য ব্যাবহারকারী উইন্ডোজে ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের মতো অ্যাপগুলো ব্যবহার করে থাকেন। আমরা এটি নিয়ে বেশ চিন্তিত ছিলাম। তবে শেষ পর্যন্ত আমরা এই অ্যাপগুলোর আপগ্রেড ভার্সন নিয়ে আসতে পেরেছি। আপাতত ডেস্কটপে ফেসবুক ও মেসেঞ্জার অ্যাপ এবং মোবাইলে ইনস্টাগ্রামের অ্যাপটি ব্যবহার করা যাবে।’

ডেভিস ফিল্ডস আরো জানন, ‘এই অ্যাপগুলো দ্রুত চালু হবে। আমরা নিশ্চিত এগুলোর মাধ্যমে ব্যবহারকারীরা যে কারো সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারবেন। আমরা উইন্ডোজের নতুন সব ফিচার এতে যোগ করা করেছি।’ উইন্ডোজ ডেস্কটপ অ্যাপ স্টোর থেকে বিনামূল্যে ফেসবুক ও মেসেঞ্জার অ্যাপটি ডাউনলোড করতে পারবে ব্যবহারকারীরা। আর ইনস্টাগ্রাম অ্যাপটি পাওয়া যাবে উইন্ডোজ ফোন স্টোরে এবং এটিও বিনামূল্যে ডাউনলোড করা যাবে।

উইন্ডোজের মার্কেটিং ভাইস প্রেসিডেন্ট তুলা রাইতিলাও এটি নিয়ে তাদের ব্লগে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘ফেসবুকের এসব অ্যাপ্লিকেশন উইন্ডোজ ১০-এ নিয়ে আসতে পেরে আমরা বেশ আনন্দিত।’ favicon59

Sharing is caring!

Leave a Comment