ফেসবুকে পোস্ট করলেই মিলবে টাকা !

ফেসবুকে পোস্ট করলেই মিলবে টাকা !

  • বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক

ফেসবুকে শুধু পোস্ট করেই মিলতে পারে টাকা। আর সামাজিক যোগাযোগের বিশ্বের সবচেয়ে বড় এই প্ল্যাটফর্মটি তৈরি হবে আয়ের মাধ্যমে। সংবাদ : দ্য গার্ডিয়ান।

গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, সম্প্রতি এক ব্যবহারকারী জরিপে ফেসবুক কর্তৃপক্ষ জানতে চেয়েছিল, ফেসবুক কীভাবে আয়ের একটি মাধ্যম হতে পারে? প্রশ্নটির জবাবে ব্যবহারকারীরা বিভিন্ন পরামর্শ-উপদেশ দিয়েছেন।

ওই সব পদ্ধতির মধ্যে ‘টিপ জার’ পদ্ধতি ফেসবুক কর্তৃপক্ষের মনে ধরেছে। টিপ জার হলো বিভিন্ন হোটেল বা প্রেক্ষাগৃহে ক্যাশ কাউন্টারের পাশে রাখা একটি বাক্স। ‌যার ওপর বিভিন্ন কারণে অনুদানের আবেদন জানানো থাকে। ক্যাশ কাউন্টারে দাম চুকানোর পর ফেরত টাকার একাংশ অনেকেই দান করেন সেখানে। বিশেষ করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এভাবে তাদের সেবামূলক কাজের জন্য অর্থ সংগ্রহ করে থাকে।

এ ছাড়া, লাভজনক হলে বিজ্ঞাপন দেখিয়ে লভ্যাংশের একাংশও ফেসবুক দিতে পারে ‘টিপ জার’-এ। এরই মধ্যে এই পদ্ধতি অনুসরণ করছে ‘ইউটিউব’সহ আরো বেশ কয়েকটি ভিডিও শেয়ারিং ওয়েবসাইট। তবে এই ফিচার ফেসবুক সবার জন্য আনবে না কি শুধুমাত্র ভেরিফায়েড ইউজাররাই এই সু‌যোগ পাবেন তা অবশ্য জানায়নি ফেসবুক। এরই মধ্যে কিছুটা একই রকম নীতি চালু রয়েছে ইউটিউবে। ইউটিউবে ভিডিও আপলোড করে মোটা টাকা আয় করেন অনেকেই।favicon59

Sharing is caring!

Leave a Comment