ঢাকায় চালু হলো উবার

ঢাকায় চালু হলো উবার

  • বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক

রাজধানী ঢাকায় চালু হলো অনলাইন ভিত্তিক ট্যাক্সি সার্ভিস উবার। মঙ্গলবার এই আন্তর্জাতিক সেবাদানকারী প্রতিষ্ঠানটি ওয়েবসাইটে এ ঘোষণা দিয়েছে।ইতিমধ্যে রাজধানীতে অনেকে এই সেবা নেয়া শুরু করেছেন। এমন একজন জানিয়েছেন, উত্তরা থেকে কাওরান বাজার তার ভাড়া দিতে হয়েছে মাত্র ৪০০ টাকা।

সেবাগ্রহিতারা এই ভাড়া অনেক কম বলেই মনে করছেন। তারা বলছেন, অন্য ট্যাক্সিতে উঠলে এইটুকু রাস্তা আসতে ৬০০ টাকার নিচে ভাড়া নিত না। গ্রামীণফোনের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ঢাকায় সেবাদান শুরু করেছে উবার। এই সেবা গ্রহণের পদ্ধতিটি অত্যন্ত সহজ।

গুগল অ্যাপস স্টোর থেকে উবারের অ্যাপটি ডাউনলোড করে ফোন নম্বর ও ইমেইল দিয়ে সাইনআপ করতে হবে। কোথাও যাওয়ার জন্য নিকটবর্তী চালককে অর্ডার করলেই কয়েক মিনিটের মধ্যে সামনে এসে হাজির হবে উবার ট্যাক্সি। গন্তব্যে পৌঁছার পর ভাড়া পরিশোধ করতে হবে।

যুক্তরাষ্ট্রের এই বহুজাতিক অনলাইন ট্রাস্পপোর্ট নেটওয়ার্ক কোম্পানিটির সেবা এখন বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়। কোম্পানির সদরদপ্তর ক্যালিফোর্নিয়ার স্যান ফ্রান্সিসকোতে। একটি সাধারণ অ্যাপের মাধ্যমে যেকেউ তার স্মার্টফোন থেকেই ট্যাক্সি সার্ভিস নেয়ার সুবিধা দেয় তারা। অবশ্য উবারের নিজস্ব কোনো গাড়ি নেই। তারা শুধু মধ্যস্বত্বভোগী হিসেবে কাজ করে। favicon59-4

Sharing is caring!

Leave a Comment