ডেভফেস্টের বাংলাদেশ পর্ব অনুষ্ঠিত
- বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক
ডেভেলপার কমিউনিটির জন্য গুগলের বৈশ্বিক কর্মসূচির মধ্যে অন্যতম গুগল ডেভেলপার ডেভফেস্ট। সারাদেশ থেকে আসা ছয় শতাধিক অংগ্রহণকারী নিয়ে কাওরানবাজারের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) মিলনায়তনে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে গুগল ডেভেলপার্স ফেস্টিভাল বা ডেভফেস্টের বাংলাদেশ পর্ব।
গুগলের পৃষ্ঠপোষকতায় ডেভফেস্টের আয়োজন করছে গুগল ডেভেলপার্স গ্রুপের (জিডিজি) তিনটি কমিউনিটি জিডিজি ঢাকা, জিডিজি সোনারগাও ও জিডিজি বাংলা।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুগলের এপ্যাক ইকোসিস্টেম ডেভেলপার রিলেশনসের প্রধান সুনসান কওন। তিনি এসময় কথা বলেন মেশিন লার্নিং এবং টেনসোরফ্লো নিয়ে।
এরপর অনুষ্ঠানে ডেভেলপারদের উদ্ধুদ্ধ করতে ফায়ারবেজ এবং অ্যাঙ্গুলার জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে কীভাবে মডার্ণ ওয়েব অ্যাপ বানানো যায় তা নিয়ে কথা বলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার জুনায়েদ হোসাইন।
তিনটি প্যানেল আলোচনা ছিল এই অনুষ্ঠানে। ‘ডিজিটাল ট্রান্সফরমেশন’ শীর্ষক একটি প্যানেলে উপস্থিত ছিলেন ডিনেটের প্রধান নির্বাহী অনন্য রায়হান, রবি আজিয়াটা লিমিটেডের ডিজিটাল সার্ভিসের প্রধান মঞ্জুর রহমান। সেশনটি সঞ্চালন করেন জিডিজি ঢাকার পরামর্শক আরিফ নিজামী।
জিডিজি বাংলার ম্যানেজার জাবেদ সুলতান পিয়াসের সঞ্চালনায় ‘লোকাল নিড, গ্লোবাল অপরচুনিটি’ শীর্ষক আরেকটি প্যানেলে প্রাণবন্ত আলোচনায় উপিস্থত ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালেয়র অ্যাটুআই প্রোগ্রামের পিউপল পার্সপেক্টিভ স্পেশালিস্ট নাইমুজ্জামান মুক্তা, অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান ও জুমশেপারের সিইও কাউসার আহমেদ।
জিডিজি ঢাকার ম্যানেজার রাখসান্দা রুখহাম ‘উইমেন ইন টেক’ শীর্ষক আরেকটি প্যানেল সঞ্চালন করেন। এতে উপস্থিত ছিলেন, গ্রামীনফোনের অ্যাপ ইকোসিস্টেমের প্রধান জাকিয়া, বাংলাদেশ ওমেন চেম্বার অব কমার্র্সের পরিচালক রিদমা ও ওয়ান ৯৭ কমিউনিকেশনের কান্ট্রি ম্যানেজার শাহানা শারমিন।
অনুষ্ঠানে ‘ইনোভেশন ইন গুগল’ নিয়ে আলোচনা করেন গুগলের কান্ট্রি মার্কেটিং কনসাল্টেন্ট হাসমী রাফসানজানি।
ডেভফেস্ট সম্পর্কে আয়োজক কমিটির জাবেদ সুলতান পিয়াস জানান, ‘দিনভর ডেভফেস্টে মূল আলোচনার পাশাপাশি অনুষ্ঠিত হয় বেশ কিছু টেকনিক্যাল সেশন। এর মধ্যে অ্যান্ড্রয়েড ডেভেলপার প্রাথমিক ধারণা, অ্যাপ ডিজাইন, অ্যাপ হোস্টিং ও প্রোমোশন ইত্যাদি। এছাড়া গুগল ম্যাপ ও গুগল ট্রান্সলেশনে অবদান ইত্যাদি বিষয়।