শিক্ষার্থীদের জন্য গুগলের ডুডল প্রতিযোগিতা
- বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক
শিক্ষার্থীদের জন্য আবারও ডুডল আঁকার প্রতিযোগিতার আয়োজন করেছে গুগল। ‘ডুডল ৪ গুগল কনটেস্ট ২০১৮’ শীর্ষক এ প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। এবারের প্রতিযোগিতার বিষয় ‘হোয়াট ইন্সপায়ারস ইউ?’ (কী তোমাকে অনুপ্রাণিত করে?)। বিভিন্ন অর্থমূল্যের পুরস্কারের পাশাপাশি বিজয়ী ডুডলটিকে শিশু দিবসে নিজেদের সাইটে প্রদর্শনও করবে গুগল। প্রাথমিকভাবে সেরা ২০টি ডুডল বাছাইয়ের পর সেগুলো সম্পর্কে ২৩ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত অনলাইনে ভোট নেওয়া হবে। সর্বোচ্চ ভোট ও বিচারকদের রায়ে সেরা ডুডলটি নির্বাচন করা হবে।