অনলাইনে মেলার বই
- বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক
ভাষার মাস ফেব্রুয়ারি ঘিরে আবার এলো প্রাণের মেলা। লেখক, প্রকাশক ও পাঠকের মেলবন্ধনের এক অনন্য মিলন মেলা দেশের সবচেয়ে বড় এই বইমেলা। সৃজনে-মননে সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে এ আয়োজন অসামান্য ভূমিকা পালন করে। কিন্তু শহরের একটি নির্দিষ্ট স্থানে আয়োজনটি হওয়ায় মেলায় গিয়ে বই কেনা ঢাকা শহরের বাস্তবতায় অনেকের জন্য কঠিন হয়ে ওঠে। আবার মেলা নিয়ে দেশব্যাপী ছড়িয়ে থাকা লেখক ও পাঠকের আগ্রহ থাকলেও ঢাকায় এসে প্রিয় লেখকের বইটি সংগ্রহ করা হয় না অনেকের। এ বিষয়টি মাথায় রেখে দেশের যে কোনো স্থান থেকে মেলায় প্রকাশিত বই ক্রেতাদের জন্য অনলাইনে কেনার ব্যবস্থা করেছে কয়েকটি অনলাইন বইয়ের দোকান। মেলার বই ছাড়াও পছন্দের যে কোনো বই খুঁজে নিতে পারেন অনলাইনের এসব শপ থেকে। ই-কমার্সের দ্রুত অগ্রগতি নিত্যপ্রয়োজনীয় জিনিস সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। অনলাইন পণ্যের ক্ষেত্রে ভালোমন্দ অভিজ্ঞতা থাকলেও বইয়ের ক্ষেত্রে এটি সুবিধাজনক প্ল্যাটফর্ম বলে জানিয়েছেন ‘রকমারি’র প্রধান নির্বাহী মাহমুদুল হাসান সোহাগ। তিনি বলেন, ভালো সার্ভিসের মাধ্যমে বই সরবরাহ করলে দ্রুত পাঠকের কাছে চলে যায়। এ জন্য আমরা দ্রুততম সময়ের মধ্যে পাঠকের হাতে যেন তার কাঙ্ক্ষিত বইটি পৌঁছে সেদিকে সচেষ্ট। বইমেলা এলে বইয়ের অর্ডার বেড়ে যায়।
ফলে আমরা অধিকসংখ্যক সহকর্মী নিয়োগ করি, যাতে ক্রেতাদের সঠিক সময়ের মধ্যে ভালো সার্ভিস দেওয়া সম্ভব হয়। বর্তমানে অনলাইন বইয়ের বিক্রি দ্রুত বাড়ছে। আগে পাঠকরা জেলা শহরে বইটি না পেলে ঢাকায় আসতেন। কিন্তু এখন সামান্য ডেলিভারি চার্জে দেশের প্রত্যন্ত অঞ্চলের পাঠকের হাতে বই তুলে দিতে পারছি।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহিন আলম শাওন বলেন, আমি মিরপুরে থাকি। প্রতি বছর একবার হলেও বইমেলায় যাই। কিন্তু একসঙ্গে অনেক বই কেনা সম্ভব হয় না। মেলায় যে বইগুলো পছন্দ হয় তা অনলাইনেই অর্ডার দিই। তা ছাড়া সব বই এক দোকানে পাওয়াও যায় না। কিন্তু অনলাইনে ঘরে বসেই সব ধরনের বই খুঁজে নেওয়া যায়। তাই আমি মেলার নতুন বইগুলো এখন অনলাইনেই কিনি। অর্ডার করলেই কয়েক দিনের মধ্যে বাসায় চলে আসে। এটা অন্যরকম আনন্দের। শাওনের মতো ছোট-বড় অনেকের কাছেই অনলাইনে বই কেনা সহজ ও পছন্দের। তাই অনলাইনে বই কেনাবেচা এদেশে দ্রুত জনপ্রিয়তা পচ্ছে। এ ক্ষেত্রে কয়েকটি ওয়েবসাইট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ক্রেতারা খুব সহজে এসব সাইট থেকে বেছে নিতে পারেন প্রিয় বইটি। বর্তমান সময়ে জনপ্রিয় রকমারি । এ ছাড়া রয়েছে বেশকিছু বইয়ের অনলাইন শপ। এগুলোর মধ্যে প্রমার রয়েছে একটি অনলাইন বুক শপ। যেখানে ঘরে বসেই তাদের প্রকাশিত বই কেনা যাবে। এখানে ১ হাজার ৫০০ টাকার ওপর বই অর্ডার করলেই বিনামূল্যে দেবে ডেনিভারি সেবা। এ ছাড়াও রয়েছে বইবাজার , বুকশপ বিডি ডটকম [bookshopbd.com], রুবি এন্টারপ্রাইজ, পিবিএসের বই [pbschain.com], বই মেলা [boi-mela.com], পড়ূয়া[porua.com.bd], সর্বনাম [sorbonam.com]। এসব সাইটে গিয়ে অর্ডার করতে পারবেন প্রিয় ও প্রয়োজনীয় বই। এ ছাড়া দেশের বড় অনলাইন প্ল্যাটফর্ম দারাজ [daraz.com.bd], , আজকের ডিল [ajkerdeal.com] এবং ইভ্যালি [evaly.com.bd] এসব সাইড থেকেও অর্ডার করতে পারেন বই।
অনলাইনে বই কেনার ক্ষেত্রে টাকা পরিশোধের রয়েছে নানা সুযোগ। ডেবিটকার্ড, মোবাইল ব্যাংকিং ও ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা রয়েছে ক্রেতাদের জন্য। বিভিন্ন প্রতিষ্ঠানভিত্তিক ছাড় ছাড়াও মেলার বই ক্রয়ে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। সবসময় বইয়ের ওপর ২০ শতাংশ ডিসকাউন্ট এবং বিশেষ ক্ষেত্রে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়ের অফার দিয়ে থাকে কয়েকটি অনলাইন প্ল্যাটফর্ম।
অনলাইনে সহজে ও ছাড়ে বই কেনার সুবিধা থাকায় অনেকে অনলাইনে ঝুঁকছেন। কয়েক বছরের ধারাবাহিকতা লক্ষ্য করলে দেখা যায়, অনলাইন শপগুলো থেকে বই কেনার হার উল্লেখযোগ্য হারে বেড়েছে। অনলাইন শপও বেড়েছে। লেখক, পাঠক ও প্রকাশকরা যুগের সঙ্গে তাল মিলিয়ে অনলাইনে সংশ্নিষ্টতা বাড়াচ্ছেন। তবে মেলায় গিয়ে কিংবা অনলাইন; যেখান থেকেই পাঠক বই সংগ্রহ করুন, একটি বই সংগ্রহ ও পড়ার মাধ্যমে নিজেকে উজ্জীবিত ও আলোকিত করতে পারাই মূল লক্ষ্য।
সূত্র: সমকাল