শিরোপা হাতছাড়া বাংলাদেশের

শিরোপা হাতছাড়া বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে আয়ারল্যান্ডের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৩ উইকেটে ১০৫ রান করে বাংলাদেশের মেয়েরা। শুরুতে শারমিন ৯ রানে ও লতা মণ্ডল শূন্য রানে সাজঘরে ফেরার পরে নিগার সুলতানা ও রুমানা আহমেদ ৭৪ রানের জুটি গড়েন। তবে রানের গতি বাড়াতে পারেননি তারা। নিগার ৫৭ বলে ৪১ রানে ফেরেন এবং রুমানা ৪৩ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন। আয়ারল্যান্ডের হয়ে ৩টি উইকেটই নেন সিয়ারা মেটক্যাফে।

জবাব দিতে মাঠে নেমে ছোট ছোট জুটিতে এগিয়ে যেতে থাকে আইরিশরা। সর্বোচ্চ ৩২ রান আসে উদ্বোধনী সিসিলিয়া জয়েসের ব্যাট থেকেই। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রানে অপরাজিত থাকেন ল্যাউরা ডিলেনি। এক পর্যায়ে ২০তম ওভারে জয়ের জন্য ৮ রান দরকার পড়ে তাদের। কিন্তু শেষ পর্যন্ত ২ উইকেটের জয় পায় আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। বাংলাদেশের হয়ে রুমানা আহমেদ ও নাহিদা আক্তার ২টি করে উইকেট নেন।

তবে শিরোপার স্বপ্নভঙ্গ হলেও আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা। favicon

Sharing is caring!

Leave a Comment