বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : আগামী ১৫ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হচ্ছে বাংলাদেশের চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এ সিরিজকে সামনে রেখে মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে। দলে নতুন মুখ আবু হায়দার রনি ও কাজী নুরুল হাসান।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সবার নজরে আসেন রনি। এর ফলও পেলেন তিনি। আর দল থেকে বাদ পড়েছেন নাসির হোসেন, এনামুল হক বিজয় ও লিটন কুমার দাস। এছাড়া দলে জায়গা হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে গত সিরিজে খেলা কামরুল ইসলাম রাব্বীর। জাতীয় দলে যাদের জায়গা হয়নি তারা ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া বিসিএলে খেলতে যাবেন। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হচ্ছে চার ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। ১৫ জানুয়ারি প্রথম টি-টুয়েন্টিতে মাঠে নামবে দুই দল। এছাড়া সিরিজের বাকি ম্যাচগুলো একই মাঠে হবে ১৭, ২০ ও ২২ তারিখে।

প্রথম দুই টি-টোয়েন্টিতে বাংলাদেশ দল:
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আরাফাত সানি, কাজী নুরুল হাসান, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি ও আল আমিন হোসেন।

Sharing is caring!

Leave a Comment