খুন করার আগে মানুষ যা ভাবে

খুন করার আগে মানুষ যা ভাবে

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : মানুষ কি কারণে খুন করে? কোন জিনিসটি সত্যিই একজন মানুষকে খুনী তোলে? একজন মানুষ যখন খুন করে তখন তার মস্তিষ্কে কি ধরনের প্রতিক্রিয়া চলে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে একদল গবেষক দীর্ঘদিন যাবত গবেষণা করে যাচ্ছে।

অবশেষে গবেষকরা উদঘাটন করতে পেরেছেন যে, মানুষ যখন খুন করে তখন তার মস্তিষ্কে কি ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। নিউরোলজিষ্টরা ব্যাখ্যা করেন যে, স্বাভাবিক মস্তিষ্কেও একজন মানুষ খুন করতে পারেন। নিউরোলজিষ্টদের মতে, একজন মানুষ রাস্তায় কোনো ক্রোধ ছাড়াও বা বিনা উস্কানিতেও যেকোনো সময়ে খুন করার জন্য কারো ওপর হামলা করতে পারেন বা অত্যন্ত হিংস্র হিসেবে পরিচিতি লাভ করতে পারেন। কিন্তু এই ঘটনার পরে, এটা প্রায় সবার মধ্যেই একটা প্রশ্ন তৈরি করে যে কিভাবে কেউ হঠাৎ করে তার স্বাভাবিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে। নিউরোলজিষ্টরা এর ব্যাখ্যা দিতে গিয়ে বলেন যে, এরকম ঘটনা যেকোনো মানুষের ক্ষেত্রেই ঘটতে পারে। এর পিছনে আমাদের মস্তিষ্কের ট্রিগারগুলো প্রভাবক হিসেবে কাজ করে। এই ট্রিগারগুলোই মস্তিষ্কের আচরণর আত্মরক্ষামূলক হবে না কি আক্রমনাত্মক হবে তা সেট করে।

এই ট্রিগারগুলোর কারণেই স্বাভাবিক মানুষের মধ্যে ক্রোধের সৃষ্টি হয় এবং সে তার আত্ম-নিয়ন্ত্রণ হারিয়ে মাথা গরম করে খুনের মত ঘটনা ঘটায়। এই গবেষণার অংশ হিসেবে গবেষক ডগলাস ফিল্ডস ন্যাশনাল জিওগ্রাফিক এর সঙ্গে একটি সাক্ষাত্কারে প্রসূত মস্তিষ্ক এবং আধুনিক বিশ্বের মধ্যে দ্বন্দ্ব সম্পর্কে আলোচনা করেন, যেখানে উঠে এসেছে কীভাবে এই পারস্পরিক দ্বন্দ্ব অপ্রত্যাশিতভাবে খুনে রুপান্তরিত হয়।

যদিও আধুনিক সিরিয়াল কিলার এর মতে এটি অনেক পুরোনো ধারণা কিন্তু ফিল্ডস ব্যাখ্যা করেন যে, স্নায়ুবিজ্ঞানীরা কখনোই তা মনে করেন না।  favicon59

 

Sharing is caring!

Leave a Comment