স্বয়ংক্রিয়ভাবে ধ্বংস হবে পানির বোতল
- বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
পানি খাওয়ার পরেই পানির বোতল উধাও হয়ে যাবে। এমনই এক বোতল আবিষ্কার করলেণ অ্যারি জনসন নামের একজন শিক্ষার্থী। অ্যারি জনসন আয়ারল্যান্ড একাডেমি অব আর্টসের শিক্ষার্থী। তিনি এই বোতলটি আবিষ্কার করেছেন শৈবালজাতীয় পদার্থ থেকে। সংবাদ : লজিক্যাল ইন্ডিয়া।
পানি রাখা অবস্থায় নির্দিষ্ট আকৃতিতে থাকবে বোতলটি। তবে পানি কমার সাথে সাথে এর আকৃতিও কমতে থাকবে এবং পানি ফুরিয়ে গেলে বোতলটিও ধ্বংস হয়ে যাবে। জনসন বলেন, ‘লাল শৈবাল পাউডার ও পানি মিশিয়েই তৈরি করা হয়েছে এটি।’ বোতলটি প্রাকৃতিক উপায়ে তৈরি তাই এটি স্বাস্থসম্মত বলেও জানান জনসন।
প্লাস্টিক প্রকৃতির জন্য ক্ষতিকর। তাছাড়া একটি প্লাস্টিকের বোতল ধ্বংস হতে সময় লাগে প্রায় সাড়ে চারশো বছর! সেক্ষেত্রে জনসনের আবিষ্কার নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছে বলে বিজ্ঞানীদের ধারণা।