সিরিয়া সমস্যার সহজ সমাধান নেই : ওবামা
- আন্তর্জাতিক ডেস্ক
সিরিয়ায় স্থল সেনা পাঠানোর সম্ভাবনা বাতিল করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, ‘শুধু সামরিক উদ্যোগে সিরিয়ার সমস্যার সমাধান করা যাবে না।’
আজ (২৪ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসিতে প্রকাশিত এক সাক্ষাৎকারে ওবামা এমন মন্তব্য করেন। এ সময় মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘সিরিয়ায় স্থল সেনা পাঠিয়ে আসাদের শাসনের পতন ঘটানো যুক্তরাষ্ট্র বা গ্রেট ব্রিটেনের জন্য ভুল হবে।’
যুক্তরাজ্যে তিনদিনের সফরে থাকা ওবামা বলেন, ‘সিরিয়ায় প্রচুর জটিলতার মধ্যে হৃদয় ভেঙে দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর কোনো সহজ সমাধান আছে বলে আমি মনে করি না।’