লেজবিহীন ধূমকেতুর সন্ধান

লেজবিহীন ধূমকেতুর সন্ধান

  • বিজ্ঞান-পযুক্তি ডেস্ক

বিজ্ঞানীরা জানিয়েছেন মহাকাশে একটি লেজাবহীন ধূমকেতুর সন্ধান পেয়েছেন তারা। গত শুক্রবার নতুন ধুমকেতু নিয়ে একটি বিশেষ নিবন্ধ প্রকাশ করেছে মার্কিন বিজ্ঞান গবেষণা জার্নাল সায়েন্স অ্যাডভান্স।নিবন্ধটিতে হয়েছে এর আগে কখনো এ ধরনের ধূমকেতুর দেখা পাননি মহাকাশ বিজ্ঞানীরা। তাই বিজ্ঞানীদের ধারণা নতুন ধুমকেতুর আবিষ্কার সৌরজগত নিয়ে আগের সব ধারণাকে বদলে দিতে পারে।

নতুন আবিষ্কৃত ধূমকেতুটির নাম রাখা হয়েছে ‘মানক্স ধূমকেতু’। বিজ্ঞানীরা আরো জানিয়েছেন,অন্যান্য ধূমকেতুগুলো বরফ এবং অন্য জমাটবদ্ধ যৌগিক পদার্থ দিয়ে গঠিত হলেও মানক্স ধূমকেতুটি এক ধরনের শিলাময় বস্তু দ্বারা গঠিত।

ধারণা করা হচ্ছে পৃথিবীর মতো কোনো একটি গ্রহ থেকেই এই ধূমকেতুটির জন্ম হওেয়ছে। পরবর্তীতে এটি মহাকর্ষীয় স্লিংশটের মতো করে সৌর প্রক্রিয়ায় এসে যুক্ত হয়েছে এটি। সৌরজগতে এ ধরনের ধূমকেতু আরো আছে কি না বা থাকলে আর কতগুলো আছে তা নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের ধারণা এটা জানতে পারলে সৌরজগত নিয়ে আরো নতুন নতুন সব তথ্য বেরিয়ে আসবে।

মানক্স যে অঞ্চলে অবস্থান করছে, সাধারণত সেখানকার অন্য ধূমকেতুগুলোর লেজ থাকে। কারণ, সেগুলো সূর্যের দিকে ধেয়ে চলে। তখন তাদের শরীরের বরফ থেকে বাষ্পাকারে ধোঁয়া বেরোয়, আর তাতে সূর্যালোকের প্রতিফলন ঘটে বলে উজ্জ্বল দেখায়। কিন্তু মানক্সের কোনো লেজ দেখা যায়নি।favicon59

Sharing is caring!

Leave a Comment