এক-তৃতীয়াংশ চাকরি দখলে নেবে রোবট
- বিজ্ঞান প্রযুক্তি
২০৩০ সাল নাগাদ ইউরোপে এক-তৃতীয়াংশ চাকরি রোবটের দখলে চলে যাবে এবং যুক্তরাষ্ট্রে ৩৮ শতাংশের ওপর নেতিবাচক প্রভাব পড়বে বলে আশংকা করছেন গবেষকরা। প্রাইস ওয়াটার হাউস কুপারস (পিডব্লিউসি)-এর সাম্প্রতিক এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষণার পূর্বাভাস অনুযায়ী, শুধু যুক্তরাজ্যই নয়, যুক্তরাষ্ট্র, জার্মানি এবং জাপানও যথাক্রমে ৩৮ শতাংশ, ৩৫ ও ২১ শতাংশ কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিত্যনতুন প্রযুক্তির কারণে উৎপাদন ও রিটেইল খাতের কর্মসংস্থান সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।
পিডব্লিউসি ধারণা করছে, স্বয়ংক্রিয় ব্যবস্থা বা কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে ব্রিটেনে ৩০ শতাংশ কর্মসংস্থান ঝুঁকির মধ্যে রয়েছে। অবশ্য এর সবই একেবারে বিলুপ্ত হয়ে যাবে না। প্রতিষ্ঠানটি মনে করছে, যন্ত্রনির্ভরতার ফলে কিছু কাজের ধরন বা প্রকৃতি পরিবর্তিত হতে পারে। তবে এর প্রভাবে লিঙ্গগত বৈষম্যে কোনো পরিবর্তন আসবে কিনা সে বিষয়টি নিশ্চিত নয়। কেননা যুক্তরাজ্যের ন্যাশনাল স্ট্যাটিস্টিকের হিসাব অনুযায়ী, ব্রিটেনে ২০১৬ সালে পুরুষের তুলনায় নারীরা প্রায় ১৮ শতাংশ কম আয় করেছেন।