এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ‘পেশা পরিকল্পনা’ বিষয়ক সেমিনার
- ক্যারিয়ার ডেস্ক
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যারিয়ার ডেভলপমেন্ট সেন্টার (সিডিসি) ও স্কিল জবসের যৌথ আয়োজনে আগামী ১৮ মে, ২০১৯ বাংলা একাডেমিতে ‘ক্যারিয়ার প্ল্যানিং’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেমিনারটি এইসএসসি পরীক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হবে। এতে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও তরুণ উদ্যোক্তা আয়মান সাদিক। এইচএসসি পরবর্তী সময়ে পেশা নির্বাচনের গুরুত্ব, পছন্দের পেশাকে লক্ষ্য করে উচ্চশিক্ষার পথে অগ্রসর হওয়া, উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি ছাত্রাবস্থাতেই পেশাগত দক্ষতা অর্জন করা ইত্যদি বিষয়ে তিনি আলোচনা করবেন।
 সেমিনারটিতে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন চলছে। রেজিস্ট্রেশন চলবে আগামী ১৫ মে পর্যন্ত।
রেজিস্ট্রেশন লিংক: http//gg.gg/career-planning-hsc

 
	                
	                	
	             
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	