আমিষের চেয়ে নিরামিষই বেশি ক্ষতিকর !

আমিষের চেয়ে নিরামিষই বেশি ক্ষতিকর !

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : সুস্থ থাকতে, মন ভাল রাখতে, পরিবেশের ক্ষতি রুখতে নিরামিষ খাওয়া উচিত্। এমন কথাটা কত বার শুনেছেন বলুন তো? এ বার কিন্তু সম্পূর্ণ উল্টো কথা বলছেন একদল গবেষক। তাঁরা জানাচ্ছেন, অতিরিক্ত নিরামিষ খাবার খেলে পরিবেশের অনেক বেশি ক্ষতি হয়। ফল, সবজি, দুগ্ধজাত খাবার ও সামুদ্রিক মাছ বেশি খেলে পরিবেশের সাম্য নষ্ট হয়। গবেষকরা জানাচ্ছেন এই ধরনের খাবার ক্ষতিকারক গ্রিন হাউজ গ্যাসের উৎস।

মার্কিন যুক্তরাষ্ট্রের কারনেগি মেলন ইউনিভার্সিটির গবেষক পল ফিসবেক জানান, ‘বেকনের তুলনায় অনেক বেশি গ্রিন হাউজ গ্যাস বেরোয় লেটুস থেকে। শুধু তাই নয় পর্ক বা চিকেনের সঙ্গে তুলনা করে দেখা গিয়েছে বেগুন, সেলারি বা শশার প্রতি ক্যালোরি থেকে অনেক বেশি গ্রিন হাউজ গ্যাস নির্গত হয়।’

তবে গবেষণার অন্য দিকে উঠে এসেছে ওজন নিয়ন্ত্রণে রাখতে ক্যালোরি মেপে শাক-সবজি খেলে ক্ষতির ঝুঁকি অনেকটাই কমে যায়। এনভয়রমেন্ট সিস্টেমস অ্যান্ড ডিসিশনস জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণার ফল।favicon5

Sharing is caring!

Leave a Comment