একজন যাত্রীর জন্য একটি ট্রেন !
আন্তর্জাতিক ডেস্ক : একটি সম্পূর্ণ রেলওয়ে স্টেশন। বহুদূর পর্যন্ত ট্রেন লাইন, নিয়ম মাফিক দিনে দুইবার ট্রেন চলাচল – এতসব আয়োজন মাত্র একজন যাত্রীর জন্য। একেই বলে রাষ্ট্রীয় দায়িত্ববোধ।
এমনই এক অনন্য দায়িত্ববোদের দৃষ্টান্ত স্থাপন করেছে জাপান রেল দপ্তর। জাপানের হোক্কাইডো দ্বীপের উত্তরের শেষ প্রান্তে কামি শিরাতাকি রেলওয়ে স্টেশন অবস্থিত। যাতায়াতের নতুন নতুন ব্যবস্থা সৃষ্টি হওয়াই অজ পাড়া-গাঁয়ের এই স্টেশন সচরাচর এলাকাবাসি ব্যবহার করে না। এ কারণে রেল দপ্তর সিদ্ধান্ত নেন স্টেশনটি বন্ধ করে দেওয়ার।
কিন্তু দপ্তরের পরিদর্শকরা এসময় আবিষ্কার করেন বিশেষ এক মেয়ে যাত্রীকে, যে সারা বছর ঐ স্টেশন থেকে ট্রেন ধরে স্কুলে যাতায়াত করে। ট্রেন চলাচল বন্ধ হলে তার স্কুলে যেতে সমস্যায় পড়তে হবে। তাই শুধু মাত্র ওই ছাত্রীর কথা বিবেচনা করে স্টেশনটি চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
শুধু তাই নয়, মেয়েটির সুবিধার জন্য ট্রেনের সিডিউলও পাল্টে দেওয়া হয়। স্কুলের সময় অনুযায়ী রোজ একটি ট্রেন মেয়েটিকে স্কুলে পৌঁছে দেয় এবং বিকেলে আবার তাঁকে ওই জনমানবহীন স্টেশনে নামিয়ে দিয়ে যায়। এমনকি রেল দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যতদিন মেয়েটির স্নাতক শেষ হচ্ছে, ততদিন এই ট্রেন চালু থাকবে। সংবাদ : স্ট্রেটস টাইমস