জাপানের রাস্তায় রহস্যজনক ফেনা

জাপানের রাস্তায় রহস্যজনক ফেনা

  • আন্তর্জাতিক ডেস্ক

জাপানের দক্ষিণাঞ্চলীয় শহর ফুকুওকায় দ্বিতীয় দফায় ভূমিকম্প আঘাত হানার পর অকস্মাৎ ফোম বা ফেনায় ঢেকে গেছে সেখানকার রাস্তা। গতকাল(১৬ এপ্রিল) এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা বলছেন, ‘মনে হলো সাবান গোলানো ফেনার বাণ ডেকেছে।’

এমন ঘটনা এর আগে জাপানিরা বা অন্য কেউ দেখেছে বলে শোনা যায় নি। ফলে জাপানিরা অজানা এক আশঙ্কায় দিন গোনা শুরু করেছেন। এ ঘটনাকে তারা অকল্যাণকর কিছু বলে মনে করছেন। রাস্তার এসব ফেনার ছবি অনলাইনে ভিডিও এবং স্থিরচিত্র হিসেবে পোস্ট করেছেন সে এলাকার মানুষ।

কেউ কেউ বলছেন, দ্বিতীয় দফা ভূমিকম্পের পর মাটির নিচে যে পাইপ লাইন আছে তা ফেটে গিয়ে এমনটা ঘটতে পারে। কিন্তু এ যুক্তির পক্ষে কোন প্রমাণ মেলে নি।

উল্লেখ্য জাপানে ভূমিকম্পে এরই মধ্যে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭। এ সংখ্যা ক্রমাগত বাড়ছে। বৃহস্পতিবারের ভূমিকম্পের পরে শনিবার আরও শক্তিশালী ৭.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ধসে পড়ে ভবন, রাস্তা। ঘটে ব্যাপক ভূমিধস। ভেঙেচুরে যায় অনেক সেতু। অনেক ভবন ও সড়কের ওপর ধসে পড়ে শত শত টন মাটির স্তূপ।favicon59

Sharing is caring!

Leave a Comment