জাপানে দফায় দফায় ভূমিকম্প বড় ধরনের ক্ষতির আশংকা

জাপানে দফায় দফায় ভূমিকম্প বড় ধরনের ক্ষতির আশংকা

  • আর্ন্তজাতিক ডেস্ক 

দফায় দফায় শক্তিশালী ভূমিকম্প আঘাত জাপানে। স্থানীয় সময় রাত ১টা ২৫ মিনিটে ৭.৩ মাত্রার এই ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়। তবে সেই সতর্কতা পরে আবার তুলে নেওয়া হয়। সংবাদ : বিবিসি।

২০১১ সালের সুনামির পর বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছে জাপান সরকার। তবে নতুন করে মৃতের খবর না পাওয়া গেলেও আহত হয়েছেন প্রায় এক হাজার মানুষ।

দ্বিতীয় দিনের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জাপানের কুমামতো শহর থেকে মাত্র এক কিলোমিটার দূরে। এই শহরের ১২০ কিলোমিটার দূরে রয়েছে কিয়েশু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং সেন্দাই পারমাণবিক কেন্দ্র।

বিবিসির প্রতিবেদক জানান,হাজার হাজার ভীত সন্ত্রস্ত মানুষকে দেখেছি খোলা আকাশের নিচে, রাস্তায় বা পার্কে জড়ো হয়ে আছে। তিনি জানান, পরপর দুটি ভূ-কম্পনের আঘাতে তারা ভীষণ বিপর্যস্ত।

বিবিসির প্রতিবেদনে আরো জানানো হয়, ভূমিকম্পে একটি বাধ ভেঙ্গে পার্শ্ববর্তী এলাকায় পানিতে তলিয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুমামতো শহরের মাইশি এলাকা। তাছাড়া গত ২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিছিন্ন আছে এই অঞ্চল। favicon59

সংবাদ : বিবিসি।

Sharing is caring!

Leave a Comment