স্বপ্ন নিয়ন্ত্রণ করবে ওষুধ
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : ঘুমের মধ্যে দেখা স্বপ্নকে নিয়ন্ত্রণ করা সম্ভব! চিকিৎসা বিজ্ঞানের কল্যানে স্বপ্নকে নিয়ন্ত্রণ করা সম্ভব বলেই দাবী করেছে ড্রিম লিফ নামক একটি ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান। ঘুমের মধ্যে মানুষ যেন তার স্বপ্নকে নিয়ন্ত্রণ করতে পারে, সেজন্য প্রতিষ্ঠানটি বাজারে নিয়ে এসেছে ড্রিম লিফ নামক বিশেষ ধরনের ওষুধ। এতে লাল ও নীল দুই রঙের বিশেষ ক্যাপসুল রয়েছে।
এই ওষুধের চার ধরনের সুবিধা রয়েছে। প্রথমতো এটি ব্যবহারকারীকে অনেক বেশি বাস্তবসম্মত সুন্দর স্বপ্ন দেখাবে, দ্বিতীয়ত সকালে ঘুম ভাঙার পরেও স্বপ্নটা স্পষ্টভাবে মনে করা যাবে, তৃতীয় প্রয়োজনীয় ঘুম নিশ্চিত করবে এবং চতুর্থত স্বপ্ন দেখার সময়টা দীর্ঘায়িত করবে। যদিও ড্রিম লিফ ওষুধ নিয়ে ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তবে কারো কারো মতে, ওষুধটি খাওয়ার পর সত্যিই তা কাজ করে। অ্যামাজনে ওষুধটির রিভিউয়ে একজন বলেন, ‘আমার অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। আমি পুরোপুরি আমার স্বপ্নকে নিয়ন্ত্রণ করতে পেরেছি। আমি ইচ্ছেমতো বিশ্বের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছি, আমি আকাশে উড়েছি, আমি দীপপুঞ্জ তৈরি করেছি, বিমান চালিয়েছি, আমি ওষুধটির বোতলের প্যাকেজ সম্পন্ন করেছি এবং এটি খুবই কার্যকর।
বর্তমানে অনলাইনে অ্যামাজনের মাধ্যমে ড্রিম লিফ ক্যাপসুলের বোতলটি যুক্তরাজ্যে বিক্রয় করা হচ্ছে ২১ পাউন্ডে। তথ্যসূত্র: মেট্রো।