আজ জয়নুলের জন্মবার্ষিকী

আজ জয়নুলের জন্মবার্ষিকী

শিল্প-সাহিত্য ডেস্ক : শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মবার্ষিকী আজ। শিল্পীর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে বিকাল ৪টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এছাড়া ২০১৪ ও ২০১৫ সালে অনুষ্ঠিত বছরব্যাপী শিশু চিত্রাংকন কর্মশালায় অংশগ্রহণকারী শিশুশিল্পীদের সনদপত্র বিতরণ এবং শিশুদের অঙ্কিত চিত্রকর্মের ১০ দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এর আগে সকাল ৯টায় শিল্পাচার্যের সমাধিতে একাডেমির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

জয়নুল আবেদিন ১৯১৪ সালের ২৯ ডিসেম্বর বৃহত্তর ময়মনসিংহ জেলার বর্তমান কিশোরগঞ্জ জেলার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন। বাবা তমিজ উদ্দিন আহমেদ ছিলেন পুলিশ কর্মকর্তা ছিলেন। মা জয়নাবুন্নেছা গৃহিণী। ছোটবেলা থেকেই তিনি ছবি আঁকা পছন্দ করতেন। ১৯৩৮ সালে তিনি কলকাতার গভর্নমেন্ট স্কুল অব আর্টসের ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্র ১৯৪৩ সালের দুর্ভিক্ষ নিয়ে আঁকা ছবি। এ চিত্রের মাধ্যমে সারাবিশ্বে খ্যাতি অর্জন করেন তিনি। তার অন্যান্য বিখ্যাত চিত্রকর্মগুলো হলো নৌকা, সংগ্রাম, নবান্ন, মনপুরা, বীর মুক্তিযোদ্ধা ইত্যাদি।

বাঙালির শিল্পকলার ঐতিহ্য নির্মাণ ও আধুনিক চিত্রকলার পথিকৃত এই মহান চিত্রশিল্পী ১৯৭৬ সালের ২৮ মে মৃত্যুবরণ করেন।favicon5

Sharing is caring!

Leave a Comment