শুভ জন্মদিন তারেক মাসুদ

শুভ জন্মদিন তারেক মাসুদ

রবিউল কমল : আজ খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদের জন্মদিন। ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নূরপুর গ্রামে ১৯৫৭ সালের ৬ ডিসেম্বর জন্মগ্রহণ করেন এই গুণী পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, লেখক ও গীতিকার তারেক মাসুদ। স্থানীয় ঈদগা মাদ্রাসায় তার পড়াশোনার শুরু। পরবর্তীতে ঢাকার লালবাগের একটি মাদ্রাসায় পড়েন। স্বাধীনতা যুদ্ধের পর সাধারণ শিক্ষায় পা রাখেন। ফরিদপুরের ভাঙ্গা পাইলট উচ্চবিদ্যালয় থেকে প্রাইভেট পরীক্ষায় প্রথম বিভাগে এসএসসি পাস করেন। পরে নটর ডেম কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে মাস্টার্স পাশ করেন।

বিশ্ববিদ্যালয় জীবন থেকেই তারেক মাসুদ চলচ্চিত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। চলচ্চিত্র বিষয়ক নানান কর্মশালা ও কোর্সে অংশ নেন। পরবর্তীতে তিনি নিজেও এ ধারার নেতৃস্থানীয় ব্যক্তিতে পরিণত হন। শিল্পী এসএম সুলতানের জীবনের উপর প্রামাণ্যচিত্র ‘আদম সুরত’ নির্মাণ শুরু করেন ১৯৮২ সালে, মুক্তি পায় ১৯৮৯ সালে। এটি তারেক নির্মিত প্রথম চলচ্চিত্র। ২০০২ সালে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাটির ময়না’ কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়, দেশে-বিদেশে বিশেষ প্রশংসা অর্জন করে। তার নির্মিত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে— প্রামাণ্যচিত্র : মুক্তির গান ও মুক্তির কথা। পূর্ণদৈঘ্য : অন্তর্যাত্রা ও রানওয়ে। তিনি বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক ও অসংখ্য পুরস্কার-সম্মাননা লাভ করেছেন।

তারেক মাসুদের পরবর্তী প্রজেক্ট ছিল ‘কাগজের ফুল’। তিনি ভারত ভাগ ও পরবর্তী সময়কে ধরতে চেয়েছিলেন এ সিনেমায়। ২০১১ সালের ১৩ আগস্ট সিনেমাটির লোকেশন দেখতে পাবনার ইছামতী নদীর তীরে যান তিনি এবং তাঁর দল। ফেরার পথে মানিকগঞ্জের ঘিওরে ঢাকা-আরিচা মহাসড়কে বাসের সঙ্গে তাদের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তারেক মাসুদ, চিত্রগ্রাহক মিশুক মুনীরসহ আরো ৩ জন নিহত হন। favicon

Sharing is caring!

Leave a Comment