ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার

  • ক্যাম্পাস ডেস্ক

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার বিভাগের আয়োজনে ‘সাইবার নিরাপত্তা উদ্যোগ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান আলোচক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন সাইবার নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক প্রতিষ্ঠান বিজনেস ডেভলপমেন্ট এর ভাইস প্রেসিডেন্ট লুক ম্যারি। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপচার্য অধ্যাপক ড. ইউসুফ এম ইসলামের সভাপতিত্তে¡ অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান সিপটর এর প্রধান নির্বাহী মাইকেল জামান রডিন, সিটিও ফোরামের প্রেসিডেন্ট তপন কান্তি সরকার ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. তৌহিদ ভুইয়া। সেমিনারটির সহ আয়োজক ছিল সিপটর ও সিটিও ফোরাম।

প্রধান আলোচক হিসেবে প্রবন্ধ উপস্থাপনকালে লুক ম্যারি বলেন, সারা পৃথিবীজুড়েই সাইবার অপরাধ বাড়ছে। এজন্য সাইবার অপরাধ সংক্রান্ত ব্যায়ও বাড়ছে। আগামী ২০১৯ সালের মধ্যে বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তার পেছনে ব্যয় হবে কমপক্ষে ১৯ ট্রিলিয়ন মার্কিন ডলার। লুক ম্যারি বলেন, বাংলাদেশে সাইবার নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়ছে। এটা নিঃসন্দেহে আশাব্যঞ্জক। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাইবার সিকিউরিটি নিয়ে উল্লেখযোগ্য কাজ করছে বলে মন্তব্য করেন তিনি। লুক ম্যারি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে সরা পৃথিবীতে পরিচিতি লাভ করবে।সাইবার অপরাধের ধরন দিন দিন বদলে যাচ্ছে উল্লেখ করে লুক ম্যারি আরও বলেন, ইদানিং মোবাইল ফোনের এসএমএসর মাধ্যমেও হাকিংয়ের ঘটনা ঘটছে এবং এই প্রবণতা দিন দিন বাড়ছে। এজন্য মোবইল ব্যবহারে আরও সতর্ক হতে হবে বলে মন্তব্য করেন লুক ম্যারি। তিনি বলেন, মোবইল ফোনের নিরাপত্তা ব্যবস্থা বাড়াতে হবে এবং ব্যক্তিগত তথ্য আদান প্রদানে সতর্ক হতে হবে।

বাংলাদেশে মোবইল ব্যাংকিং খুব দ্রত গতিতে বাড়ছে। এজন্য হ্যাকারদের এখন প্রধান লক্ষ্যে পরিণত হয়েছে মোবইল ফোন–এমন মন্তব্য করেন লুক ম্যারি। এসময় তিনি মোবাইল প্রযুক্তি নিয়ে যারা কাজ করেন তাদেরকে মোবাইল সিকিউরিটি নিয়ে আরও বেশি গবেষণা করার পরামর্শ দেন।
সেমিনারে ম্যালওয়ার নিয়েও কথা বলেন লুক ম্যারি। তিনি বলেন, ম্যালওয়্যার এখন বৈশ্বিক ভাইরাসে পরিণত হয়েছে। সারা পৃথিবীতে ২৯ মিলিয়ন ডিভাইজ ম্যালওয়ার ভাইরাসের ঝুঁকিতে আছে বলে জানান লুক ম্যারি। এ থেকে পরিত্রাণ পেতে হলে সঠিক সফটওয়্যার ব্যবহার করতে হবে বলে অভিমত ব্যাক্ত করেন তিনি।

সভাপতির বক্তব্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপচার্য অধ্যাপক ড. ইউসুফ এম ইসলাম বলেন, বাংলাদেশ তথ্যপ্রযুক্তিতে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। পাশাপাশি সাইবার অপরাধও বাড়ছে। এখনই সময় সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করার। এসময় তিনি বাংলাদেশ ব্যাংকের সাইবার হ্যাকিংয়ের উদাহরণ টেনে বলেন, ভবিষ্যতে এরকম অপরাধ যেন না ঘটে সে জন্য সাইবার নিরাপত্তা বাড়ানো ছাড়া কোনো বিকল্প নেই। এরকম সভা সেমিনার সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াবে বলে মন্তব্য করেন অধ্যাপক ড. ইউসুফ এম ইসলাম।

Sharing is caring!

Leave a Comment