ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন নাইজেরিয়ার হাইকমিশনার

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন নাইজেরিয়ার হাইকমিশনার

  • ক্যাম্পাস ডেস্ক

নাইজেরিয়ান স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ-এর আমন্ত্রণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শন করেছেন বাংলাদেশ, ভারত, শ্রীলংকা ও নেপালে নিযুক্ত নাইজেরিয়ার হাইকমিশনার মেজর জেনারেল (অব.) ক্রিস সানডে এজ। গত শনিবার (১৯ অক্টোবর) ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নাইজেরীয় স্নাতক শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি যোগদান করেন এবং শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, সহকারী রেজিস্ট্রার মো. মারুফ চৌধুরী, ভারতে অবস্থিত নাইজেরিয়া হাইকমিশনের ডেপুটি ডিফেন্স অ্যাডভাইজার স্কোয়াড্রন লিডার সুলেইমান বাবা সুলেইমান, নাইজেরিয়ান কমিউনিটির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক, সদ্য মনোনয়নপ্রাপ্ত নাইজেরিয়ান স্টুডেন্ট অ্যাম্বাসেডর ও নাইজেরিয়ান স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ-এর প্রেসিডেন্ট ওসমান মোহাম্মদ থমসু প্রমুখ।

অনুষ্ঠানে মেজর জেনারেল (অব.) ক্রিস সানডে এজ বলেন, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে এসে নিজ দেশের এতগুলো ছেলেমেয়েকে দেখে আমি সত্যিই অভিভূত। নাইজেরিয়ার তরুণ ছেলেমেয়েরা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে এবং তারা সারাবিশ্ব থেকে জ্ঞান আহরণ করে নাইজেরিয়াকে আরও উন্নত করবে বলে তিনি আশা প্রকাশ করেন। এসময় তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রশংসা করে বলেন, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ অত্যন্ত চমৎকার। শিক্ষাদান পদ্ধতিও আন্তর্জাতিক মানের। এখানে নাইজেরিয়ার শিক্ষার্থীরা পড়ালেখার সুযোগ পাচ্ছে জেনে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

Sharing is caring!

Leave a Comment