জাপান ও ভারতের দুটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা চুক্তি

জাপান ও ভারতের দুটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা চুক্তি

  • ক্যাম্পাস ডেস্ক

উচ্চশিক্ষার মানোন্নয়নে জাপানের জাপান ইউনিভার্সিটি অব ইকোনোমিক্স এবং ভারতের এসসিএমএস গ্রুপ অব এডুকেশনাল ইনস্টিটিউটের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আজ বুধবার (২৫ জুলাই) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মেলন কক্ষে এ সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সমঝোতা স্মারকে জাপান ইউনিভার্সিটি অব ইকোনোমিক্সের প্রেসিডেন্ট অসুকা সুজুকি, এসসিএমএস গ্রুপ অব এডুকেশনাল ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট প্রামদ পি দিভান্নোর এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানে পক্ষে স্বাক্ষর করেন। এসময় আরো উপস্থিত ছিলেন জাপান ইউনিভার্সিটি অব ইকোনোমিক্সের আন্তর্জাতিক বিভাগের পরিচালক অধ্যাপক সেবাস্তিন ডাকিন, এসসিএমএস গ্রুপ অব এডুকেশনাল ইনস্টিটিউটের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রধান ড. বরুণ জি মেনন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে এখন থেকে জাপানের এই দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, সামার ও উইন্টার প্রোগ্রাম, ইন্টার্নশিপ সুযোগ, যৌথ সম্মেলন, গবেষনা ইত্যাদি কার্যক্রম পরিচালনা করবে।

Sharing is caring!

Leave a Comment