বুলবুল-বাচ্চুকে স্মরণ করবে ৩০ হাজার কণ্ঠ

বুলবুল-বাচ্চুকে স্মরণ করবে ৩০ হাজার কণ্ঠ

  • ক্যাম্পাস ডেস্ক

সদ্য প্রয়াত সংগীতজ্ঞ ও মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল ও তরুণ প্রজন্মের প্রেরণা কিংবদন্তী সংগীতশিল্পী আইউব বাচ্চুকে তিরিশ হাজার কণ্ঠে শ্রদ্ধা জানানোর উদ্যোগ গ্রহণ করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আগামী ২৮ জানুয়ারি সোমবার আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ৩০ হাজার শিক্ষার্থী এ সম্মান ও শ্রদ্ধা জানাবেন।

আজ শনিবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে আয়োজিত এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। মিট দ্য প্রেসে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান, বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের মডারেটর অনুজ কুমার চক্রবর্তী ও ডিআইইউ কালচারাল ক্লাবের সভাপতি অঅফরাদ আইদীদ ফাহাদ প্রমুখ।

উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবারও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে আগে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান দিনব্যাপী হলেও এবার হবে টানা তিন দিনব্যাপী। এ আয়োজন চলবে ২৬ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত। গত বছর বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছিলেন নগর বাউল খ্যাত জেমস।

Sharing is caring!

Leave a Comment