বার্ডে প্রশিক্ষণ নিল বেরোবির শিক্ষার্থীরা
- সজীব হোসাইন, রংপুর
দেশের গ্রামীণ উন্নয়নে কাজ করা বেসরকারি সংস্থা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) গ্রাম উন্নয়ন প্রশিক্ষণ শেষ করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের(বেরোবি) লোকপ্রশাসন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থীরা। আজ (১৫ মার্চ)তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হয়েছে।
গত ১৩ মার্চ সকালে শুরু হওয়া তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সহকারি প্ররিচালক মো. আবু তালেবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বার্ডের মহাপরিচালক সালাহউদ্দিন মাহমুদ বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমবারের মতো গ্রাম উন্নয়ন প্রশিক্ষণ কোর্সে অংশ নিচ্ছে। আশা করি প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণার মাধ্যমে তারা পল্লী উন্নয়নে অবদান রাখবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ পরিচালক ড. কামরুল আহসান।
আজ সমাপনী অনুষ্ঠানে প্রকল্প পরিচালক ড. এ কে শরীফ উল্লাহ সভাপতির বক্তব্যে তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় গ্রাম উন্নয়নে এগিয়ে এসেছে আমরাও তাদের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে সহযোগীতা করব।
এসময় উপস্থিত ছিলেন পরিচালক প্রশিক্ষণ ড. শিশির কুমার মুন্সী, মিসেস আইরিন পারভিন, মিসেস ফউজিয়া নাসরিন সুলতানা এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রতিনিধি জুবায়ের ইবনে তাহের সেতু এবং আসাদুজ্জামান মণ্ডল।