রাবি শিক্ষক হত্যার প্রতিবাদে বেরোবিতে কর্মবিরতি-অবস্থান ধর্মঘট

রাবি শিক্ষক হত্যার প্রতিবাদে বেরোবিতে কর্মবিরতি-অবস্থান ধর্মঘট

  • সজীব হোসাইন (বেরোবি প্রতিনিধি)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার প্রতিবাদে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের(বেরোবি) শিক্ষকবৃন্দ।

আজ সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত বেরোবি শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৪ এর সামনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কেন্দ্রীয় সিদ্ধান্তের অংশ হিসেবে এ অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন।

অবস্থান কর্মসূচি থেকে সরকারের প্রতি হত্যাকারীদের দ্রুত বিচারের আহবান জানিয়ে শিক্ষকবৃন্দ বলেন, মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা বিরোধীরা যেমন এ দেশের বুদ্ধিজীবী নিধনে নেমেছিল তেমনি আবারো তাদের দোসররা দেশের মুক্তবুদ্ধি চর্চাকারীদের নিধন করার জন্য নেমেছে। তারই অংশ হিসেবে রাবি অধ্যাপক রেজাউল করিমকে নৃসংশভাবে হত্যা করা হয়। এসব অপশক্তিকে রুখতে হলে সরকার ও সর্বস্তরের জনগণের সহযোগিতা দরকার বলেও শিক্ষকবৃন্দ মত প্রকাশ করেন।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বেরোবি শিক্ষক সমিতির সভাপতি ড. আর এম হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান, সহ-সভাপতি ড. নিতাই কুমার ঘোষ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. পরিমল চন্দ্র বর্মণ , ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রধান ড. নুর আলম সিদ্দিক, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. শফিকুর রহমান, গণিত বিভাগের প্রভাষক মশিউর রহমান, রসায়ন বিভাগের প্রভাষক অবিনাশ চন্দ্র সরকার প্রমুখ।

উল্লেখ, গত ২৩ এপ্রিল সকালে অধ্যাপক রেজাউল করিম রাজশাহী মহানগরীর শালবাগান এলাকার নিজ বাসা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পরপরই অজ্ঞাত সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে হত্যা করে। favicon59

Sharing is caring!

Leave a Comment