আইসিসির সিদ্ধান্তের প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন
- সজীব হোসাইন, রংপুর
তাসকিন আহমেদ ও আরাফাত সানির বোলিং একশনে আইসিসির নিষেধাজ্ঞার প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ক্যাম্পাসে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ (২১ মার্চ) বিকেল ৪টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী মোস্তাফিজার রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আল-আমিন, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের মোস্তফা মাহমুদ, বাংলা বিভাগের আসাদুজ্জামান শুভ, রুমি ও ওয়াদুদ সাদমান প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, তাসকিন ও আরাফাতের বিরুদ্ধে আইসিসির নিষেধাজ্ঞা ভারত-অষ্ট্রেলিয়ার পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। বিশ্বকাপ চলাকালে হঠাৎ অযৌক্তিক সময়ে সন্দেহের ভিত্তিতে নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশ ক্রিকেটের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রমাণ। দ্রুত তাসকিন ও সানিকে ক্রিকেটে ফিরিয়ে আনতে বিসিবিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তারা।