উদ্যোক্তা তৈরিতে ঐক্যবদ্ধ ড্যাফোডিল-ফোর্ট হায়েচ

উদ্যোক্তা তৈরিতে ঐক্যবদ্ধ ড্যাফোডিল-ফোর্ট হায়েচ

  • নিউজ ডেস্ক

উদ্যোক্তা তৈরিতে একসাথে কাজ করবে বাংলাদেশের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও যুক্তরাষ্ট্রের ফোর্ট হায়েচ স্টেট ইউনিভার্সিটি। সম্প্রতি বিশ্ববিদ্যালয় দু’টির মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়েছে। চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সাক্ষর করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) চেয়ারম্যান মো. সবুর খান এবং ফোর্ট হায়েচ স্টেট ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. মিরতা এম. মার্টিন।

এ প্রসঙ্গে ডিআইইউ-এর চেয়ারম্যান সবুর খান বলেন, ‘এই চুক্তির ফলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীরা অদূর ভবিষ্যতে ফোর্ট হায়েচ স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনার সুযোগ পাবে।  এছাড়া এই দুই বিশ্ববিদ্যালয় উদ্যোক্তা এবং নেতৃত্ব তৈরিতে একসাথে কাজ করবে।’

সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যানসাসে অবস্থিত ফোর্ট হায়েচ স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফোর্ট হায়েচ স্টেট ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট ফর টেকনোলজি ড. জয় হেট্স, সহকারী অধ্যাপক এবং অন্তর্বর্তী সহযোগী প্রভোস্ট ফর ইন্টারন্যাশনালাইজেশন এন্ড গ্লোবাল পার্টর্নাস ড. ইয়ার্পাক ডেলেট ওয়াড এবং আন্তর্জাতিক বিষয়ক পরিচালক জনাব ফিলিপ উইটর্কণ।favicon59

Sharing is caring!

Leave a Comment