রংপুরে হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত
- সজীব হোসাইন, রংপুর
‘জানুক সবাই দেখাও তুমি’ শ্লোগানকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের(সিএসই) সহযোগিতায় জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০১৬ (রংপুর আঞ্চলিক পর্ব) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে বেলুন উড়িয়ে অনুষ্ঠানটির উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
অনুষ্ঠানটির উদ্বোধনের পর শুরু হয় প্রতিযোগিতা। প্রোগ্রামিং ও আইসিটি কুইজ নামে দুটি পর্বে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫০ জন (প্রোগ্রামিং-৫০জন, আইসিটি কুইজ-৮০০) প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মুহা: শামসুজ্জামানের উপস্থাপনায় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘রংপুর ডিজিটাল নগরী হতে আর বেশি দেরি নেই। দিনবদলের এই সরকার রংপুরকে ডিজিটাল নগরীতে পরিণত করতে কাজ করে যাচ্ছে।’
তিনি রংপুর শহরের শাহেবগঞ্জে দ্রুত আইটি পার্ক নির্মাণের ঘোষণা দিয়ে বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মকে উচ্চ শিক্ষা নিয়ে আর বিদেশে পাড়ি জমাতে হবে না। এখানেই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশন (রসিক) মেয়র আলহাজ্ব মো. সরফুদ্দিন আহমেদ ঝন্টু। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের রংপুর জেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) মমতাজ উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রেজাউল করিম রাজু, মহানগর শাখার সভাপতি সাফিউর রহমান সাফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ এবং রংপুর রেঞ্জ এর পিপিএম মো. হুমায়ুন কবির।