জাবিতে বিজ্ঞানপ্রেমীদের নবীণবরণ ও কর্মশালা

জাবিতে বিজ্ঞানপ্রেমীদের নবীণবরণ ও কর্মশালা

  • মো. আসাদুজ্জামান

উচ্চ শিক্ষা গ্রহণের উপায়, প্রাথমিক গবেষণা পত্র তৈরী কৌশল এবং দুই বারের নোবেল বিজয়ী বিজ্ঞানী মাদাম কুরি’র জীবনের গল্প শোনা ও অর্ধদিন ব্যাপি এক কর্মশালার মাধ্যমে নবীণ শিক্ষার্থীদের বরণ করে নিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব। গতকাল (২৪ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে গাণিতিক ও পদার্থ বিজ্ঞান অনুষদ এবং জীব বিজ্ঞান অনুষদের ১৫টি বিভাগের প্রায় ৭০০ নবীন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়। বিদেশে উচ্চশিক্ষা অর্জন বিষয়ে আলোচনা করেন পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক কামাল হোসেন।

দ্বিতীয় পর্বে গবেষণাপত্র উপস্থাপন ও তৈরীর কৌশল নিয়ে আলোচনা করেন ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মো. ফকরুল ইসলাম। পরে মাদাম কুরির জীবনী নতুন শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন ক্লাবের উপদেষ্টা  ও প্লাজমা বিজ্ঞানী অধ্যাপক এ এ মামুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞানাগারের পরিচালক ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. খবির উদ্দিন। এছাড়া সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির সোহাগের সঞ্চালনায় ও ক্লাবের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের প্রভাষক মো. তাজউদ্দিন সিকদার, মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক তাসলিন জাহান মৌ, ক্লাবের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রাজ, শাহাদাত হোসেন প্রমুখ।favicon59

Sharing is caring!

Leave a Comment