বেরোবিতে ‘ইয়ুথ ফেস্ট’ অনুষ্ঠিত
- সজীব হোসাইন, রংপুর
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে হয়ে গেল বাংলাদেশ ইয়ুথ ফেস্টের রংপুর বিভাগীয় আসর।
শুক্রবার(২৫ মার্চ) দিনভর এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে রংপুর রাউন্ডের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী। বিবিএফের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বলেন, ‘তরুণরাই পারে দেশকে পৃথিবীর মানচিত্রে এগিয়ে রাখতে। তাদের আইডিয়া দিয়ে জয় করতে পারে বিশ্বকে।‘ তিনি তরুণদের নতুন নতুন আইডিয়া নিয়ে এগিয়ে আসারও আহ্বান জানান।
‘নলেজ ফর ট্রান্সফরমেশন’ বা ‘রূপান্তরের জন্য জ্ঞান’ প্রতিপাদ্যে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত যুব উৎসবে অংশ নেন রংপুর বিভাগের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
উৎসবে সামাজিক সমস্যা সমাধানের ধারণা, প্রযুক্তি ও মুঠোফোন সম্পর্কে ধারণা ও বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগের ধারণা উপস্থাপন করা হয়। এ ছাড়া ২০২৫ সালে আঞ্চলিক অর্থনীতির অবস্থা কেমন হবে এবং তখনকার অর্থনীতির চালিকাশক্তি কী কী হতে পারে তা চিহ্নিত করে উপস্থাপন ও নারী উদ্যোক্তাদের বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগের ধারণা উপস্থাপন করেন অংশগ্রহণকারীরা।
প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া ব্যবসায়িক ধারণাগুলো থেকে সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে। তালিকায় থাকা শিক্ষার্থীরা যাতে নিজেদের নতুন ধারণার বিশ্লেষণ ও উপস্থাপন করেন। এর মধ্যে পাঁচটি ক্যাটাগরিতে পাঁচটি টিমকে নির্বাচিত করা হয়। আর পাঁচটি ক্যাটাগরিতেই নির্বাচিত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
দিনব্যাপী এই সিরিজ লেকচারে আরও বক্তব্য দেন টেন মিনিট স্কুলের উদ্যোক্তা আইমান সাদিক, মাইক্রোসফট বাংলাদেশের পরিচালক সোনিয়া বশির কবির, তরুণ বক্তা মাশাহেদ হাসান সীমান্ত, আমারই বাংলাদেশ-এর সহপ্রতিষ্ঠাতা আরিফ আর হোসাইন, ইয়ুথ অপরচুনিটিস-এর সহপ্রতিষ্ঠাতা ওসামা বিন নূর, শিল্পী ও সঙ্গীত পরিচালক রেজাউল করিম লিমন এবং তরুণ উদ্যোক্তা শাহানা শারমিন প্রমুখ।
অনুষ্ঠানের সমাপনী পর্বে রংপুর পর্বের বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। বিজয়ীরা নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ে রংপুরের প্রতিনিধিত্ব করবে।