বর্ণিল আয়োজনে বেরোবিতে বর্ষবরণ
- সজীব হোসাইন
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) নববর্ষকে ঘিরে ভোর বেলা থেকে ক্যাম্পাসে শিক্ষার্থীদের আগমন ঘটতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তরুণ-তরুণীদের উপস্থিতিতে মুখর হয়ে উঠে ক্যাম্পাস। রঙ-বেরঙের শাড়ি আর পাঞ্জাবি পরে ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে শিক্ষার্থীদের পদচারণায়।
বর্ষবরণ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় কেন্দ্রীয় মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী। বিভিন্ন বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণে শোভাযাত্রাটি ক্যাম্পাস থেকে বের হয়ে নগরীর মডার্ণ মোড় হয়ে ক্যাম্পাসে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকে বৈশাখী আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে উপাচার্য বৈশাখী মেলার বিভিন্ন বিভাগ ও সংগঠনের স্টল পরিদর্শন করেন।
শোভাযাত্রায় শিক্ষার্থীরা হাতে নানা ধরনের প্ল্যাকার্ডসহ বাঙালি লোকজ বিভিন্ন জিনিস নিয়ে নাচে-গানে মেতে ওঠেন। এদিকে এ বছর পহেলা বৈশাখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইলিশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকায় আয়োজনের বড় অংশ জুড়ে স্থান পায় নানা ধরণের মজাদার সব গ্রাম্য পিঠা।
মেলা চলাকালে বিভিন্ন লোকজ সংগীত, নৃত্য, নাটকসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনও দিনটি উদযাপন করেছে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে।