ডিআইইউ স্থায়ী ক্যাম্পাসের প্রথম স্নাতক

ডিআইইউ স্থায়ী ক্যাম্পাসের প্রথম স্নাতক

  • মাইনুল হাসান দুলন

দেখতে দেখতে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের প্রথম স্নাতক হিসেবে বের হচ্ছেন এই ক্যাম্পাসের টেক্সটাইল বিভাগের ২২তম ব্যাচের ১৭ জন শিক্ষার্থী।

গতকাল (১৫ এপ্রিল) তাদের বিদায় সংবর্ধনা অনুষ্টিত হয়। এসময় এই বিদায়ী শিক্ষার্থীদেরকে শুভকামনা জানান ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের পরিচালক ড. মোস্তফা কামাল,  মেজর আরমান ভূইয়া,  ডেপুটি রেজিস্টার ড. কামাল পাশা এবং  সহকারী অধ্যাপক মোহাম্মদ হোসাইন রেজা।
মো. আরিফুল ইসলাম নামের বিদায়ী শিক্ষার্থী বলেন, ‘আসলে কীভাবে যে সময়গুলো পার হয়ে গেল টের পেলাম না! খারাপ লাগছে এই প্রিয় ক্যাম্পাস ও প্রিয় মানুষগুলোর কাছ থেকে বিদায় নিতে হচ্ছে।’

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে ক্যাম্পাসের পরিচালক ড. মুস্তফা কামাল বলেন, ‘তোমরা এই ক্যাম্পাসের প্রথম স্নাতক ব্যাচ, তোমরা তোমাদের কর্ম ও ব্যক্তিজীবনে এমন কিছু করো যাতে করে তোমাদের পরের ব্যাচ তোমাদের দেখে অনুপ্রাণিত হয়। আমার বিশ্বাস তোমরা তা করতে সামর্থ্য রাখো।’favicon59

Sharing is caring!

Leave a Comment