‘সুচিন্তা স্টুডেন্টস অ্যান্ড ইয়ুথ উইং’ চবি শাখার কমিটি গঠন

‘সুচিন্তা স্টুডেন্টস অ্যান্ড ইয়ুথ উইং’ চবি শাখার কমিটি গঠন

  • জোবায়ের চৌধুরী, চট্টগ্রাম

মনসুর আলমকে সমন্বয়ক এবং নজরুল ইসলাম ফাহাদ, মোহাম্মদ তৌহিদুল ইসলাম, নুসরাত জাহান এ্যানি, ইমরান উদ্দীন ও ইব্রাহিম সিফাতকে যুগ্ন সমন্বয়ক করে  ‘সুচিন্তা স্টুডেন্টস এন্ড ইয়ুথ উইং’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

গত বুধবার ‘সুচিন্তা বাংলাদেশ’ এর চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক ড. মো. আশরাফুল ইসলাম সজীব ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটিকে আগামী এক বছরের জন্য অনুমোদন দেন। সদ্য দায়িত্ব প্রাপ্ত সমন্বয়ক মনসুর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন, ফারিহা মুনতাহা, তাসনোভা হাসান, মুজিবুল হক সাগর, মঈন উদ্দীন, অনিরুদ্ধ দাশ, মর্জিনা আক্তার, সাইফুল ইসলাম স্বপ্নীল, সাবরিনা চৌধুরী, সাদিয়া নুর আফরিন।

সদ্য দায়িত্ব প্রাপ্ত সমন্বয়ক মনসুর আলম দি প্রমিনেন্টকে জানান, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার মিশনে একজন কর্মী হয়ে কাজ করতে চাই।’ এসময় সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।

দায়িত্ব প্রাপ্ত যুগ্ন সমন্বয়ক তৌহিদুল ইসলাম জানান, ‘সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে প্রচার করে সকলকে উন্নয়ন কাজে সম্পৃক্ত করব।’ এ সময় তিনি নারীর ক্ষমতায়নে কাজ করবেন এমন ইচ্ছা ব্যাক্ত করেন।

দায়িত্ব প্রাপ্ত অপর যুগ্ন সমন্বয়ক ইব্রাহিম সিফাত উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘খুবই ভালো লাগছে এত বড় একটা প্লাটফর্মে কাজ করতে পারবো।’

কার্যকরী কমিটি ছাড়াও ‘সুচিন্তা স্টুডেন্টস অ্যান্ড ইয়ুথ উইং’ এর চবি শাখার সাধারণ সদস্য হিসেবে মনোনীত হয়েছেন, নাজমুল হক, শাকিবুল হক, সালমান কমর, সাইফুল ইসলাম, কৌশিক রাজ, রিদুয়ান ইবনে সাত্তার, তাওসীফুল আলম, ইরতিজা হোসেন, মাঈনুল হোসেন, তানজিমুল করিম, তানভীর আহমেদ, আদনান সাবিক, সাদিয়া আফরোজ, সিফাতুর রহমান, ফৌজিয়া নিজাম, আইরিন আক্তার ও সাজিদুল মোস্তফা।favicon59

Sharing is caring!

Leave a Comment