প্রয়াত অধ্যাপক আবদুন নূরের স্মরণসভা অনুষ্ঠিত

প্রয়াত অধ্যাপক আবদুন নূরের স্মরণসভা অনুষ্ঠিত

  • জোবায়ের চৌধুরী, চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) লোক প্রশাসন বিভাগের সাবেক সভাপতি, শামসুন্নাহার হলের সাবেক প্রভোস্ট ও বিশ্ববিদ্যালয়ের সাবেক সিন্ডিকেট সদস্য বিশিষ্ট গবেষক, বহু গ্রন্থ প্রণেতা, প্রয়াত অধ্যাপক আবদুন নূরের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ১০১ নম্বর কক্ষে এ শোকসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় প্রয়াত এ শিক্ষকের স্মৃতিচারণ করেন বিভাগের বর্তমান সভাপতি অধ্যাপক ড. সিরাজ উদ দৌল্লাহ।

স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত কণ্ঠে তিনি বলেন, ‘আমি যখন মাস্টার্সের ছাত্র, তখন স্যার আমাদের ‘ডেভেলপমেন্ট অ্যাডমিনেস্ট্রেশন’ কোর্সটি পড়াতেন। স্যারের কাছ থেকে প্রায়ই বই ধার নিতাম। যখনই কোনো সহযোগিতা চেয়েছি, স্যার কখনও হতাশ করেননি। আজ লোকপ্রশাসনের যা কিছু জানি, শিক্ষার্থীদের যা কিছু দেয়ার চেষ্টা করি, এর বেশির ভাগই স্যারের কাছ থেকে পাওয়া। আদর্শ এবং জ্ঞানের আঁধার হয়ে নুর স্যার আমাদের মাঝে বেঁচে থাকবেন।’

অধ্যাপক আবদুন নূরের গবেষণা ও লেখালেখি লোকপ্রশাসনের ছাত্রদের পাথেয় হয়ে থাকবে উল্লেখ করে সিরাজ উদ দৌল্লাহ বলেন, ‘তিনি শিক্ষক এবং সহকর্মী হিসেবে অতুলনীয় ছিলেন। স্যারকে আমি শিক্ষক হিসেবে পেয়েছি, আবার সহকর্মী হিসেবেও পেয়েছি। তিনি অনেক সময় শাসনের সুরে আমাদের ভুলগুলো দেখিয়ে দিতেন। লোকপ্রশাসন ধারণাটি মূলত ‘ওয়েস্টার্ন কনসেপ্ট’ হলেও স্যার এটির সঙ্গে ‘ইস্টার্ন কনসেপ্ট’ এর অপূর্ব সমন্বয় করেছিলেন।’

বিভাগের শিক্ষার্থী ইমরান হোসাইনের সঞ্চালনায় স্বরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মুহাম্মদ নুরুল ইসলাম, অধ্যাপক রুহুল আমিন, ড. আফরোজা বেগম, ড. কাজী এস. এম. খসরুল আলম কুদ্দুসী, ড. আমীর মুহাম্মদ নসরুল্লাহ, ড. ফারজানা নাসরিন, শহীদুল্লাহ কায়সার ও মুহাম্মদ ইয়াকুব। এসময় লোকপ্রশাসন বিভাগের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার সকাল ৮টায় রাজধানী ঢাকার মডার্ণ হাসপাতালে ইন্তেকাল করেন অধ্যাপক আবদুন নূর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।favicon59

Sharing is caring!

Leave a Comment