শেষ হল বাঁধন বেরোবি ইউনিটের ফ্রি ব্লাড গ্রুপিং
- সজীব হোসাইন, রংপুর
‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ এই মূলমন্ত্র ধারণকারী স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইউনিটের তিন দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচি শেষ হয়েছে।
গতকাল(১৯ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনের সামনে প্রথমবর্ষ রক্তের গ্রুপ নির্ণয় কমিটির আহ্বায়ক ফারিহা ফারজানা লুবা ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
এ সময় বাঁধন বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি মানস রায় ও সাধারণ সম্পাদক তাওহীদ বারী দি প্রমিনেন্টকে জানান, ইউনিটের সকল সদস্যের একান্ত সহযোগীতায় তিন দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচি সফল হয়েছে।
তারা আরো জানান, কর্মসূচি চলাকালে প্রথমবর্ষের শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা ফ্রি ব্যাড গ্রুপিংয়ে অংশ নেন।