জাবিতে প্রক্টরের পদত্যাগ দাবি

জাবিতে প্রক্টরের পদত্যাগ দাবি

  • মো. আসাদুজ্জামান, সাভার

তনু হত্যাসহ সকল ধর্ষণ-হত্যা ও খুনের বিচারের দাবিতে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের ডাকা আজ (২৫ এপ্রিল) দেশব্যাপী অর্ধদিবস হরতাল পালনের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের উপর লাঠিচার্জসহ ১১ জনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। পরে বিকাল ৪টার দিকে মুক্তি দেয় আশুলিয়া থানা প্রসাশন। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।

জানা যায়, তনু হত্যাসহ অব্যাহত গুম-খুন-ধর্ষণ ও বিচারহীনতার  প্রতিবাদ ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারসহ শাস্তির দাবিতে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে বিভিন্ন বাম ও প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং শতশত বাস, ট্রাক, মিনিবাস, মোটর সাইকেল আটকা পড়ে।

পরবর্তীতে পুলিশ এসে বেড়ধক লাঠিপেটা করে আন্দোলনকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এ সময় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাসুক হেলাল অনিক, সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক আবিদ সরকার সোহাগ, দপ্তর সম্পাদক সিয়ামসহ ১১ নেতাকর্মীকে আটক করে আশুলিয়া থানা পুলিশের একটি দল। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে বিকেল সাড়ে চারটার দিকে তাদের থানা থেকে ছাড়িয়ে আনা হয়।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নির্দেশে হরতাল চলাকালীন পুলিশি হামলা ও ১১ শিক্ষার্থীকে আটক করা হয়েছে এমন অভিযোগে প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহার পদত্যাগ দাবি করেছেন ক্যাম্পাসের বিভিন্ন বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। প্রক্টরের পদত্যাগ দাবিতে আজ সকাল দশটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত প্রগতিশীল ছাত্র জোট, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য’র নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে রাখেন।

এ বিষয়ে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি জোবায়ের টিপু বলেন, ‘শান্তিপূর্ন হরতাল পালনকালে প্রক্টরের নির্দেশে ছাত্রদের উপর হামলা ও গ্রেপ্তার করেছে পুলিশ। প্রক্টর নির্দেশ না দিলে পুলিশ কখনও সাহস পেত না ছাত্রদের উপর হামলা করার। তাই আমরা অবিলম্বে প্রক্টরের পদত্যাগ দাবি করছি।’ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের কার্যকরী সদস্য তন্ময় ধর বলেন, ‘সকাল থেকেই শান্তিপূর্ণভাবে হরতাল কর্মসূচি পালন করে আসছিলেন নেতাকর্মীরা। এ সময় পুলিশ আমাদের কর্মসূচি পালনের সময় কয়েকজন নেতাকর্মীকে আটক করে নিয়ে যায়।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, ‘আমি নিজে জিম্মাদার হয়ে তাদের থানা থেকে ছাড়িয়ে এনেছি।’favicon59

Sharing is caring!

Leave a Comment