রাবি শিক্ষক হত্যার প্রতিবাদের চবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন

রাবি শিক্ষক হত্যার প্রতিবাদের চবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন

  • জোবায়ের চৌধুরী, চট্টগ্রাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এম এফ রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে ও দোষিদের দ্রুত বিচারের দাবিতে আধা বেলা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি।

আজ সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন চবি শিক্ষকরা। এছাড়াও বেলা ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এক ঘন্টার অবস্থান কর্মসূচী পালন করেন আন্দোলনরত শিক্ষকরা। শিক্ষকদের এ কর্মবিরতির ফলে কোন বিভাগ-ইনিস্টিটিউটে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। 13147976_1577144789245197_501296149_o

চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেবের সভাপতিত্বে ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুকান্ত ভট্টাচার্য সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য প্রফেসর

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, প্রফেসর ড. এ এম এফ রেজাউল করিম সিদ্দিকীর একটি নাচেরস্কুল ছিল। এছাড়াও তিনি মৃত্যুর আগে মসজিদে এক লক্ষ টাকা দান করেছেন। এরই দ্বারা বোঝা যায় তিনি একজন প্রগতিশীল শিক্ষকের পাশাপাশি একজন ধর্মপ্রাণ মানুষও ছিল। দেশের বুদ্ধিজীবীদের এভাবে হত্যা করা কোন ভাবেই মেনে নেওয়া যায় না।

এসময় বক্তারা এ হত্যাকান্ডের নেপথ্যে কারণ খুঁজে বের করে দোষীদের সর্বোচ্চ শাস্তিও দাবি করেন। উল্লেখ্য, গত ২৩ এপ্রিল সকালে বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ের যাওয়ার পথে বারি শিক্ষক প্রফেসর ড. এ এম এফ রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ শিক্ষকের হত্যার প্রতিবাদে শিক্ষার্থী ও শিক্ষকদের আন্দোলনে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। favicon59

Sharing is caring!

Leave a Comment