কানাডায় যাচ্ছে ডিআইইউ শিক্ষার্থীদের প্রকল্প

কানাডায় যাচ্ছে ডিআইইউ শিক্ষার্থীদের প্রকল্প

  • ক্যাম্পাস ডেস্ক 

সামাজিক ব্যবসায় তরুণ উদ্যোক্তা  তৈরির লক্ষে আগামী সেপ্টেম্বরে কানাডার এইচইসি মন্ট্রিয়ালে অনুষ্ঠিত হতে যাচ্ছে সোশ্যাল বিজনেস ক্রিয়েশন ২০১৬।

13129041_878439462301846_1733812030_oএই প্রোগ্রামকে সামনে রেখে সারা বিশ্বের তরুণদের থেকে সামাজিক ব্যবসার প্রকল্প পরিকল্পনা আহ্বান করা হয়। যার সাড়াও মেলে প্রচুর। বাংলাদেশ থেকে দুইটি প্রকল্প নির্বাচন করা হয়। সেই দুইটি প্রকল্পের একটি হল পেডিকেয়ার। যেটি তৈরি করেছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুষ্টি ও খাদ্য প্রকৌশল বিভাগের প্রধান প্রফেসর ড. বেলাল হোসেনের সহযোগিতায় প্রকল্পটি তৈরি করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চার জন শিক্ষার্থী। তারা হলেন- সামসুন নাহার লিপি, কাজী মিশু, ফয়সাল বিন আবুল কাশেম এবং ভাস্কর সরকার। এই প্রকল্পটি বাংলাদেশের সুবিধা বঞ্চিত  ৬মাস  থেকে ৩ বছরের শিশুদের পুষ্টির চাহিদা পুরণ করবে।

এইচইসি মন্ট্রিয়ালের সহোযোগিতায় তারা আগামী চার মাসে সামাজিক ব্যবসার এই পরিকল্পনাকে  বাস্তবে রূপান্তরিত করবেন। সফল হলে পাবেন স্কলারশিপসহ নগদ অর্থ পুরস্কার ।

সোশ্যাল বিজনেস ক্রিয়েশন ২০১৬ যৌথ ভাবে আয়োজন করছে এইচইসি মন্ট্রিয়াল, কানাডা  এবং গ্রামীণ ক্রিয়াটিভ ল্যাব, জার্মানি। favicon59

Sharing is caring!

Leave a Comment