চবি’র এইচআরএম বিভাগের নবীন বরণ সোমবার

চবি’র এইচআরএম বিভাগের নবীন বরণ সোমবার

  • জোবায়ের চৌধুরী, চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘মানব সম্পদ ব্যবস্থাপনা-এইচআরএম’ বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত হবে আগামী ১৬ মে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে নবীন এ বিভাগের অনুষ্ঠানটি।

বিভাগ সূত্রে জানা যায়, আগামী ১৬ মে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের করবেন নবীন এ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এরপর সকাল ১০টা থেকে শুরু হবে মূল অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিভাগের সভাপতি প্রফেসর মোঃ আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকাবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. জাহাঙ্গীর আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকার কথা রয়েছে ব্যবসায় প্রশাসন অনুষদের সকল শিক্ষকের।

মধ্যাহ্নের বিরতির পর বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় দুপুর ২টা থেকে শুরু হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানটি চলবে বিকেল ৫টা পর্যন্ত। দিনব্যাপী এ অনুষ্ঠানে বিভাগের প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে। আর পুরো অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে থাকছে উদ্যোক্তা ও ক্যারিয়ার ভিত্তিক দেশের প্রথম ও একমাত্র অনলাইন পোর্টাল ‘দি প্রমিনেন্ট’।

Sharing is caring!

Leave a Comment