চবি’র শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

চবি’র শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • জোবায়ের চৌধুরী, চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত ‘আইইআর ক্রিকেট টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (১৫ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের পরিচালক কিরণ চন্দ্র দেব। ‘আইইআর ব্লাস্টার’ ও ‘আইইআর মেজর’ এর মধ্যে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় ১৯ রানের ব্যবধানে বিজয় ছিনিয়ে নিয়ে চ্যাম্পিয়ান হয় ‘আইইআর ব্লাস্টার’।

শিক্ষা ও গবেষণা ইনিষ্টিটিউটের (আইইআর) বিভিন্ন শিক্ষাবর্ষের ৮টি দল নিয়ে গত ৫ মে থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ম্যান অব দ্যা টুর্নামেন্ট ট্রফি জিতে নেন আইইআর মেজর দলের আরাফাত সামি।

খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের মধ্যে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি কিরণ চন্দ্র দেব। এসময় তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে এধরনের ‘সহ-শিক্ষা কার্যক্রমে’ ইনস্টিটিউটের পক্ষ থেকে সব ধরণের সহায়তার আশ্বাস দেন।

পুরষ্কার বিতরণীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইনিষ্টিটিউটের সহযোগী অধ্যাপক শামশাদ বেগম চৌধুরী, শিবা প্রসাদ ভট্টাচার্য্যসহ ইনস্টিটিউটের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।favicon59

Sharing is caring!

Leave a Comment