বিশ্ব প্রোগ্রামিং কনটেস্ট : দক্ষিণ এশিয়ায় সেরা জাহাঙ্গীরনগর, বিশ্বে ৫০ তম

বিশ্ব প্রোগ্রামিং কনটেস্ট : দক্ষিণ এশিয়ায় সেরা জাহাঙ্গীরনগর, বিশ্বে ৫০ তম

  • মো: আসাদুজ্জামান, সাভার:
দেশের মাটিতে চ্যাম্পিয়নের পর এবার বিশ্বপর্বের প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ার সেরা প্রোগামার’র স্বীকৃতি পেলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিন তরুণ শিক্ষার্থী। একই সাথে বিশ্বের ১২৮টি দলের সাথে লড়াই করে অর্জন করেছেন ৫০তম অবস্থান।
থাইল্যান্ডে হয়ে যাওয়া ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং (আইসিপি) কনটেস্টে অংশ নিয়ে তাঁরা এ সাফল্য পান। দলের ম্যানেজার ও বিশ্ববিদ্যালয়ের আইআইটি বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক কে এম আক্কাস আলী দ্যা প্রমিমেন্টকে এ তথ্য নিশ্চিত করেন।
জাবি’র বিজয়ী ‘জেইউওএনকিউব’ দলের তিন সদস্যরা হলেন নিলয় দত্ত, রাইহাত জামান নিলয় এবং নাফিস সাদিক।
জানা যায়, বাংলাদেশ থেকে মোট তিনটি দল চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেন। এর মধ্যে জাবি’র জেইউওএনকিউব’র সমস্যরা ১৩টির মধ্যে ৬ টি সমস্যার সমাধান করে হন ৫০ তম। অন্যদিকে দুটি করে সমস্যার সমাধান করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্জন করেন ১১১ তম এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ১১৩ তম স্থান লাভ করেন।
দলের কোচ কে এম আক্কাস আলী বলেন, ‘কোচ হিসেবে আমার প্রতাশা ছিল প্রথম থেকে ৩০ এর মধ্যে থাকার। তবে ৫০ তম হলেও দশিক্ষণ এশিয়ায় প্রথম হতে পেরে আমরা আনন্দিত। এ সাফল্য শুধু আমাদের নয় পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের।’
উল্লেখ্য, প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি, দ্বিতীয় সাংগাই জিয়াও টং ইউনিভার্সিটি এবং তৃতীয় অবস্থান অর্জন করেন হার্ভার্ড ইউনিভার্সিটি। favicon59

Sharing is caring!

Leave a Comment