চবিকে আড়াই লাখ টাকা উপহার

চবিকে আড়াই লাখ টাকা উপহার

  • জোবায়ের চৌধুরী, চট্টগ্রাম

আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেটের ২৮ তম বার্ষিক অধিবেশনের সদস্যবৃন্দকে ব্যাগ উপহার প্রদানের লক্ষ্যে আড়াই লাখ টাকা দিয়েছে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড।

গত ১৮ মে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সাথে তাঁর অফিস কক্ষে এক সৌজন্য সাক্ষাতের আড়াই লক্ষ টাকার চেক তুলে দেন সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ফোরকান উল্লাহসহ চার সদস্যের এক প্রতিনিধি দল।

সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘ব্যাংক শুধুমাত্র একটি অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান নয়। ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার নিরিখে শিক্ষা-গবেষণা ও সমাজ উন্নয়ন কর্মকাণ্ডে ব্যাংকসমূহ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব ও সাধারণ সম্পাদক জনাব সুকান্ত ভট্টাচার্য, সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী, সোস্যাল ইসলামী ব্যাংকের হাটহাজারী শাখার শাখা ব্যবস্থাপনক মোহাম্মদ মোশাররফ হোসাইন এবং সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ মহসীন ও মোহাম্মদ রাকিব সাঈদ।favicon59

Sharing is caring!

Leave a Comment