রোয়ানুর প্রভাবে চবিতে সড়ক চলাচল বন্ধ

রোয়ানুর প্রভাবে চবিতে সড়ক চলাচল বন্ধ

  • জোবায়ের চৌধুরী, চট্টগ্রাম

ঘুর্ণিঝড় ‘রোয়ানু’র প্রভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন সড়কে গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। দমকা হাওয়ার ফলে বৈদ্যুতিক খুটি ও গাছ পড়ে যাওয়ায় ক্যাম্পাস এলাকায় বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

শনিবার গভীর রাত থেকে শুরু হওয়া দমকা হাওয়া ও ভারী বর্ষণের ফলে এই ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাত থেকে শুরু দমকা হাওয়া ও ভারী বর্ষণের ফলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়কে গাছ পড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি অফিসসহ বেশ কয়েকটি স্থানীয় ঘর বাড়ির চাল উড়ে গেছে। তবে কোন হতাহতের খবর ঘটনা ঘটেনি।

অন্যদিকে ঘুর্ণিঝড়ের প্রস্তুতি সরূপ বিশ্বববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দুটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী। তিনি দি প্রমিনেন্টকে জানান, দমকা হাওয়ার ফলে গাছ ও বৈদ্যুতিক খুটি পড়ে যাওয়ায় রাস্তাঘাট ও বৈদ্যুতিক সংযোগ বন্ধ রয়েছে। এছাড়াও বেশকিছু ঘরবাড়ি ক্ষয়ক্ষতির কবলে পড়েছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সকলকে সতর্ক অবস্থায় থাকার পরামর্শও দেন তিনি।

Sharing is caring!

Leave a Comment