চবিতে আবদুল খালেক ইঞ্জিনিয়ারের নামে বৃত্তি ঘোষণা

চবিতে আবদুল খালেক ইঞ্জিনিয়ারের নামে বৃত্তি ঘোষণা

  • জোবায়ের চৌধুরী, চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, মরহুম আবদুল খালেক ইঞ্জিনিয়ার ক্ষণজন্মা পুরুষ, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, সমাজ হিতৈষী এবং দেশের সাংবাদিকতার পথিকৃৎ। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বহু দল ও মতের ধারক-বাহক হিসেবে সংবাদপত্র সরকার ও জনগণের মধ্যে রচনা করে সেতু বন্ধন। এ সত্যতা অনুধাবন করে বীর চট্টলার কৃতি   সন্তান আবদুল খালেক ইঞ্জিনিয়ারের সুযোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে দৈনিক আজাদী আত্মপ্রকাশ ঘটেছিল।

গতকাল (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের সভাকক্ষে ‘মরহুম আবদুল খালেক ইঞ্জিনিয়ার স্মৃতি বৃত্তি’ চুক্তি সম্পাদন উপলক্ষ্যে দৈনিক আজাদীর সাথে এক  আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী প্রতিষ্ঠাতা মরহুম আবদুল খালেক ইঞ্জিনিয়ারের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে  উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, মরহুম আবদুল খালেক ইঞ্জিনিয়ারের সুযোগ্য সন্তান হিসেবে এম.এ. মালেক তাঁর পিতার সমাজদর্শন অনুসরণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও গরীব শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের জন্য তাঁর পিতার নামে বৃত্তি প্রদান চালু করে পিতার স্মৃতিকে অম্লান করে রাখার তাঁর যে প্রয়াস তা অত্যন্ত প্রশংসাযোগ্য। এ সময় বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে দৈনিক আজাদীকে আন্তরিক ধন্যবাদও জানান তিনি।

দৈনিক আজাদী’র সম্পাদক এম.এ. মালেক বলেন, গরীব-দুঃখীদের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফুটানো ছিল আমার পিতার আজীবনের সাধনা। বিত্ত ও চিত্ত এ দুটোকে সমন্বয় করে তাঁর পিতা শিক্ষা ও সমাজ উন্নয়নে ভূমিকা রেখে গেছেন। তাই আমার পিতার আদর্শকে সমুন্নত রাখতে এ বৃত্তি প্রদানের আয়োজন। এ সুযোগ লাভ করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, মরহুম আবদুল খালেক ইঞ্জিনিয়ারের পুত্র দৈনিক আজাদীর সম্পাদক এম. এ. মালেক, ডিনস কমিটির আহবায়ক প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি  প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হুদা, প্রভোস্ট কমিটির আহবায়ক প্রফেসর ড. সুলতান আহমেদ, প্রক্টর আলী আজগর চৌধুরী, চবি জাদুঘরের পরিচালক প্রফেসর ড. ইমরান হোসেন এবং দৈনিক আজাদী’র ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহেদ মালেক। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, হলের প্রভোস্টবৃন্দ, বিভাগীয় সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৯ জন শিক্ষার্থীকে প্রতি বছর এ বৃত্তি প্রদান করা হবে।favicon59

Sharing is caring!

Leave a Comment