চবিতে আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উৎসব ৩১ মে

চবিতে আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উৎসব ৩১ মে

  • জোবায়ের চৌধুরী, চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আয়োজিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রামাণ্য চিত্র উৎসব। ‘বিস্তারঃ চট্টগ্রাম আর্ট কমপ্লেক্স’র আয়োজনে ও ‘চিটাগাং ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটি’র সহযোগিতায় বিশ্বের আলোচিত ও উল্লেখ্যযোগ্য  ৫টি প্রামাণ্য চিত্র দেখানো হবে এই উৎসবে। আর এই উৎসবটিতে বিনা খরচে সবাই অংশ নিতে পারবেন।

13239329_1373363959357372_6459732809266380200_nআগামী ৩১ মে বিশ্ববিদ্যালয়ের এ কে খান আইন অনুষদের মিলনায়তনে অনুষ্ঠিত হবে উৎসবটি। প্রামাণ্যচিত্রের এই উৎসবটি সকাল ১১টা থেকে শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এছাড়াও উপস্থিত থাকবেন ‘বিস্তারঃ চট্টগ্রাম আর্ট কমপ্লেক্স’র পরিচালক আলম খোরশেদ, আইন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক। আর পুরো উৎসবে সার্বিক সহায়তা করবে এ কে খান ফাউন্ডেশন ও বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ।

উৎসবে দেখানো হবে, পাকিস্তানী প্রামাণ্যচিত্র নির্মাতা আম্মার আজিজ নির্মিত ‘ এ ওয়ালনাট ট্রি’, শ্রীলংকার প্রামাণ্যচিত্র নির্মাতা কান্না আরুনাসালাম নির্মিত ‘নিউজ ফ্রম জাফনা’, ভারতের প্রামাণ্যচিত্র নির্মাতা ফরিদা পঞ্চ নির্মিত ‘মাই নেম ইজ সল্ট’ ও বাংলাদেশী প্রামাণ্যচিত্র নির্মাতা ইয়াসমিন কবির নির্মিত ‘দুঃসময়’।

‘চিটাগাং ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটি-সিইউএসএস’র সাবেক সভাপতি মেহরাজ উদ্দিন দি প্রমিনেন্টকে জানান, বিশ্বের আলোচিত ও উল্লেখ্যযোগ্য ৫টি প্রামাণ্যচিত্র দেখানো হবে উৎসবে। আর এই উৎসবটি সবার জন্য উন্মুক্ত। কোন প্রকার ফি ছাড়াই সবাই অংশ নিতে পারবেন এই উৎসবে।  favicon59

Sharing is caring!

Leave a Comment