ড্যাফোডিলে সামাজিক সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ড্যাফোডিলে সামাজিক সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নিজেকে ঘরের মধ্যে গুটিয়ে রেখে নয়, আত্মবিশ্বাস অর্জনের মধ্য দিয়েই নিজেদেরকে প্রতিবাদ করার শক্তি অর্জন করতে হবে এবং  নিজের আত্ম মর্যাদা প্রতিষ্ঠার মাধ্যমে সমাজকে পরিবর্তন করতে হবে। নারী নির্যাতনের প্রতিকার চাইতে হবে ও সম্মিলিত শক্তি গড়ে তুলে এর প্রতিরোধ ও প্রতিবাদের  মাধ্যমেই  নারীকে তার সম্মান বাঁচিয়ে চলতে হবে।

গত ২৬ মে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মিলনায়তনে আয়োজিত ‘মহিলা শিক্ষার্থীদের  নৈতিকতা ও মানবিক মূল্যবোধ উন্নয়ন ও সামাজিক সচেতনতা সৃষ্টি’ শীর্ষক সেমিনারে  বক্তারা এসব কথা বলেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন, আইন ও শালিস কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. তাসলিমা মনসুর ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য ও এমিরিটাস অধ্যাপক ড. আমিনুল ইসলাম।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য  প্রফেসর ড. ইউসুফ মাহাবুব উল ইসলামের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও অভিযোগ কমিটির প্রধান প্রফেসর ড. গোলাম মওলা চৌধুরী এবং মহিলা শিক্ষার্থীদের নিরাপত্তা সুরক্ষায় বিশ^বিদ্যালয়ের সার্বিক কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান ফারহানা হেলাল মেহতাব। favicon59

Sharing is caring!

Leave a Comment